আইনি বাধা না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের ব্যাপারে এখনও সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। আদালতের রায়ের পর ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে রাজপথ ছেড়েছিলেন ইশরাক ও তাঁর সমর্থকরা। সেই সময়সীমা শেষ না হলেও গতকাল শনিবার ফের নগর ভবনে অবস্থান নেন তারা। যথারীতি ফটকগুলোতে তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার কর্মদিবস থাকলেও সরকারের পক্ষ থেকে ইশরাককে শপথ পড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। আজ রোববারের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা। 

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে গত ১৪ মে মামুনুর রশীদের পক্ষে আকবর আলী নামের এক আইনজীবী আদালতে রিট করেন। সেদিন থেকেই ইশরাক সমর্থকরা আন্দোলনে নামেন। 
ইশরাককে মেয়র হিসেবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর তাঁর শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। গতকালও উদ্যোগ না নেওয়ায় ফের নগর ভবনে জড়ো হন ইশরাক সমর্থকরা। তবে নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সমর্থকদের ফোনে নির্দেশনা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমরা যেহেতু সরকারকে সময় বেঁধে দিয়েছি, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয়নি। আমরা আরেক দিন সময় দেব। এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন।’

ইশরাকের মেয়র পদে শপথের দাবিতে ‘ঢাকাবাসী’র ব্যানারে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘এখনও ইশরাক হোসেনের শপথের ব্যাপারে প্রক্রিয়া শুরু করেনি সরকার। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু করবে না, ততদিন আন্দোলন চলবে।’
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো.

রাসেল রহমান বলেন, ‘গত কয়েক দিনের মতো আজও (শনিবার) নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: সমর থকর নগর ভবন র শপথ র ইশর ক সরক র

এছাড়াও পড়ুন:

এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি: নাজিফা তুষি

এক দশকের মিডিয়া ক্যারিয়ার। সৌন্দর্য ও মেধার যোগসূত্র হলে যে ভালো কিছু হয়, তার প্রমাণ তিনি দিয়েছেন অনেক আগেই। রূপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। একটি সিনেমায় করেছেন বাজিমাত। এরপর রচিত হয় শুধুই এগিয়ে চলার গল্প। 

বলছি, নাজিফা তুষির কথা। নিজের কাজ নিয়ে বরাবরই প্রচারবিমুখ তিনি। বেশ বিরতির পর নতুন কাজের খবর দিলেন এই অভিনেত্রী। কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত সিনেমা ‘রঙ্গমালা। ওই সিনেমায় অভিনয় করছেন তিনি। 

২০২৩-২৪ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন এন রাশেদ চৌধুরী। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সিনেমায়। এতে রঙ্গমালা চরিত্রে দেখা যাবে তুষিকে। ইতোমধ্যে শেষ হয়েছে এর প্রথম লটের দৃশ্যধারণ। 

নতুন সিনেমা নিয়ে তুষি বলেন, ‘পিরিয়ডিক্যাল কাজের প্রতি আমার এক ধরনের দুবর্লতা ছিল। ‘সখী রঙ্গমালা’ কাজটির মাধ্যমে তা পূরণ হয়েছে। নির্মাতা রাশেদ চৌধুরীর কাজের এক ধরনের প্যার্টান আছে। এটি আমার ভালো লাগে। শাহীন আক্তারের উপন্যাসটি নোয়াখালী বেইজড করে লেখা। রঙ্গমালা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এ রকম একটি মিথিক্যাল চরিত্র, পিরিয়ডিক কাজ, আমি নিজেও নোয়াখালীর মেয়ে– এমন একটি সিনেমায় কাজ করা আমার জন্য আনন্দের।’

তিনি আরও বলেন, প্রায় দুইশ বছর আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, কাজটা আমার করা উচিত। যদিও এ ধরনের কাজের দর্শক অনেক কম। এটি মাথায় রেখেই সিনেমাটি করছি। সব কাজেই এক ধরনের অডিয়েন্স আছে, এটি আমি বিশ্বাস করি। এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি। আমি চাই একটি কাজ থেকে আরেকটি কাজ যেন আলাদা লাগে। সবকিছুই মিলেই কাজটি করতে রাজি হয়েছি।  

বলা দরকার, ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক তুষির। এরপর দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। মাঝে মেজবাউর রহমান সুমনের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ওই সিনেমার। আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও এটি এখনও প্রকাশ হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • কি আছে কানে স্বর্ণপামজয়ী সিনেমায়?
  • গাজায় ত্রাণের ট্রাকের কাছে ইসরায়েলের ড্রোন হামলা
  • শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব নিরসনে রাজপথ অবরোধ সঠিক নয়: সচিব
  • সাগরে লঘুচাপের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
  • ব্রাজিল কাপে সান্তোসের স্বপ্নভঙ্গ, নেইমারের ভবিষ্যত অনিশ্চিত
  • কবি জসীম উদ্‌দীন ও কবর কবিতা
  • আমরা এখনও ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলিনি: হাসনাত আবদুল্লাহ
  • এলোমেলো ক্রিকেট, দুরবস্থা মানসিকতাতেও
  • এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি: নাজিফা তুষি