অভিযানের পরেও বেপরোয়া অবৈধ ইটভাটা চলছে
Published: 26th, May 2025 GMT
অভিযান পরিচালনার মাধ্যমে সম্প্রতি ভেঙে দেওয়ার পরও নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসসহ ১০টি অবৈধ ইটভাটা চালু রয়েছে। প্রচলিত আইন-বিধান উপেক্ষা করে বেপরোয়াভাবে চলছে ভাটাগুলো।
সম্প্রতি অভিযান পরিচালনা করে গোল্ড ও মাস্টার ব্রিকস বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের তালিকায় সেগুলো অবৈধ হিসেবে লিপিবদ্ধ। এদিকে এ তালিকায় নাম রয়েছে এমন অন্তত আটটি ইটভাটা চলছে দাপটের সঙ্গে। অভিযান চালানো ভাটা দুটিতে গিয়ে দেখা যায় সেগুলো এখনও চলমান।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে উল্লেখ আছে, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। এমনকি দুই কিলোমিটারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এমন স্থানেও ভাটা করা যাবে না। অথচ নবীগঞ্জের ১০টি ইটভাটাই ফসলি জমি ওপর এবং সেগুলোর নির্ধারিত সীমার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর পরও ভাটাগুলো চলছে কীভাবে– এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর বিজনা ব্রিক ফিল্ড এবং আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিলাওয়ার হোসেনেরসহ এখানে ১০টি ইটভাটা চলছে। রাজনৈতিক প্রভাব খাটিয়েই এতদিন তারা এসব প্রতিষ্ঠান পরিচালনা করতেন। হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার পলাতক আসামি আবুল কাশেম চৌধুরীর ইটভাটা আবিদ-আতিয়া ব্রিকস চলছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝে। ভাটার চারদিকে বোরো ধানের জমি।
পরিবেশ অধিদপ্তর বলছে, সেখানকার চারটি ইটভাটা বন্ধের জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসনে চিঠি পাঠানো হয়েছে। এখনও কেন পদক্ষেপ নেওয়া হয়নি, তা তাদের জানা নেই। পরিবেশগত ছাড়পত্র হালনাগাদ না থাকা সত্ত্বেও ইটভাটাগুলো চলমান।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার গ্রাম ও শহরে মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এর মাঝে অধিকাংশগুলোর কার্যক্রম বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ইউসুফ আলী জানান, পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ায় ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। অবৈধ চারটি ইটভাটা এখনও চলমান। এগুলো বন্ধে জেলা প্রশাসনে চিঠি পাঠানো হলেও কাজ হয়নি। এদিকে স্থানীয় সূত্র বলছে, অধিদপ্তর যে ২৬টি ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছে, তার অধিকাংশই পুরোদমে চলমান। নিয়মিত ইট উৎপাদন করে বিক্রয় করা হচ্ছে সেখান থেকে। জেলা প্রশাসন থেকে দেওয়া লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া ৩০টি ইটভাটার মধ্যে রয়েছে নবীগঞ্জের ১০টি। এগুলো বন্ধের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, হবিগঞ্জ জেলায় একটি ইটভাটাও চলতে দেওয়া যাবে না। তারা বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে কাগজপত্র তৈরি করে পরিবেশের ছাড়পত্র নিয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইটভ ট ছ ড়পত র চলম ন ইটভ ট
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে