টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম ও রংপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর ও গ্রামের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে এবং ভেঙে পড়েছে স্বাভাবিক জনজীবন।

কুড়িগ্রামে গতকাল সোমবার রাত ৯টায় বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে গেছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট, ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস, হাসপাতালপাড়া, পৌর বাজার, হাটিরপাড়, ভোকেশনাল মোড়সহ বিভিন্ন দপ্তর ও আবাসিক এলাকায় পানি ঢুকে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের রাজারহাট কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলায় ১০২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কোনো এলাকায় যদি ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হয়, সেটিকে হালকা বৃষ্টি বলা হয়। ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের বৃষ্টি বলা হয়। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের বৃষ্টিকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয় এবং বৃষ্টি ৮৮ মিলিমিটারের বেশি হলে, তা অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আহসান হাবীব ফেসবুকে লিখেছেন, ‘জলজটে কুড়িগ্রাম গোটা পৌরসভা। পানিনিষ্কাশনের যুগোপযোগী ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে অফিস–আদালত, রাস্তাঘাট ও বাড়িতে জমেছে হাঁটুপানি। ডিসি অফিস, এসপি অফিস, জজকোর্ট, ফায়ার সার্ভিসে এখন থই থই পানি। সাধারণ মানুষের চরম দুর্ভোগ।’

রংপুরে পাড়া–মহল্লায় হাঁটুপানি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী বদল

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ