Prothomalo:
2025-11-03@13:20:03 GMT

অগ্নিগলা পাখির খোঁজে

Published: 20th, May 2025 GMT

এ বছর হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে না যাওয়ার কারণে বিরল একটি পাখি দেখার সৌভাগ্য হলো না। এর আগে পরিযায়ী ছোট্ট এই পাখি এ দেশে মাত্র ১৫ কি ১৬ বার এসেছে। অনেকেই সাতছড়ি গিয়ে নতুন একটি পাখির ছবি তুলে তৃপ্তিসহকারে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অথচ এক যুগ অপেক্ষা করেও পাখিটির দেখা পেলাম না।

কিছুদিন পর পাখিটিকে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্যে দেখা গেল। একটি নয়, দুটি নয়, তিন–তিনটি পাখি। দলে দলে পক্ষিবিদ ও পক্ষী আলোকচিত্রীরা ওখানে গেলেন। ছবি তুলে নিজেদের পক্ষীর তালিকা সমৃদ্ধ করলেন; কিন্তু প্রকল্পের কাজে চট্টগ্রাম গিয়েও হাজারিখিল যাওয়ার সময় বের করতে না পারায় আবারও পাখিটির সঙ্গে দেখা হলো না।

চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসার কয়েক দিন পর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়হান ফারুক ফোনে জিজ্ঞাসা করলেন, বন্য প্রাণী চিকিৎসা বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নিতে আবারও চট্টগ্রাম আসতে পারব কি না? এই তো সুযোগ। রাজি হয়ে গেলাম। ২৩ এপ্রিল রাতের বাস ধরলাম। সঙ্গে ক্যামেরা নিতে মোটেও ভুল হলো না।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে প্রথম গ্রুপের পরীক্ষা নিয়ে রাতে হাজারিখিলের গাইড নাহিদুল ইসলামকে ফোন করলাম। নাহিদ বলল, ‘আসেন স্যার, লেবুবাগানের পাশের ঝিরিতে বিকেলে পাখিটি গোসল করতে নামে। নিশ্চিতভাবেই দেখা পাবেন।’ শুক্রবার যেহেতু পরীক্ষা নেই, তাই ভোরে হাজারিখিলের উদ্দেশে রওনা হলাম।

হাজারিখিল পৌঁছালাম সকাল নয়টায়। নাহিদুলের সঙ্গে কথা বলে সোজা ছড়ায় চলে গেলাম। পথঘাট আগে থেকেই ভালোভাবে চেনা। সকালটা ছড়ায় প্রজাপতি ও বিভিন্ন প্রজাতির পাখির ছবি তুলে কাটালাম। দুপুর হতে না হতেই ছড়ার শেষ প্রান্ত থেকে লেবুবাগানে এসে পজিশন নিয়ে ফোল্ডিং চেয়ারে বসে রইলাম। সময় যায়; কিন্তু পাখি আসে না। ঘণ্টাখানেক অপেক্ষার পর চট্টগ্রাম বার্ড ক্লাবের আলোকচিত্রীর একটি দল ওখানে এল। দলের সবাই আমার চেনাজানা। ওই দলেরই একজন লেবুবাগানের ভেতর ঢুকে পড়লেন। ব্যাপারটা কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ, ওখানে রাজগোখরার আনাগোনা রয়েছে।

বেলা প্রায় সাড়ে তিনটা নাগাদ পাখিটি লেবুবাগানের প্রান্তে ছড়ার কাছে এসে দাঁড়াল। ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখে শাটারের ওপর ডান হাতের তর্জনী রাখলাম। মাত্র দুই মিনিট। এরপর পাখিটি ঝপাৎ করে পানিতে নামল। সঙ্গে সঙ্গে ছয়টি ক্যামেরার ক্লিকের শব্দে যেন পুরো এলাকা কেঁপে উঠল। মাত্র ১১ সেকেন্ড স্নান করার পর পাখিটি লেবুবাগানে ঢুকে পড়ল। ঠিক ১ মিনিট পর বেরিয়ে এসে ১ মিনিট ১৩ সেকেন্ড স্নান করল। এর মধ্যে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং শেষ করলাম। এরপর আবারও লেবুবাগানের ঝোপে ঢুকে পড়ল; আর বেরিয়ে এল না। প্রায় আধঘণ্টা অপেক্ষা করে মেঘের ডাক শুনে ছড়া থেকে বেরিয়ে এলাম।

হাজারিখিলে দেখা বিরল পরিযায়ী পাখিটির নাম অগ্নিগলা বা কমলাগলা। পশ্চিমবঙ্গে বলে লালকণ্ঠ বা আগুনে গলা ফিদ্দা। মাসসিক্যাপিডি গোত্রের শাখাচারী পাখিটির বৈজ্ঞানিক নাম Calliope pectardens। পশ্চিম ও মধ্য চীনের পাখিটি শীতে বাংলাদেশসহ দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিযায়ী হয়। মূলত সিলেটের টাঙ্গুয়া ও গুরমার হাওর এবং সুন্দরবনে এ পাখি দেখা যায়। এ বছর হবিগঞ্জের সাতছড়ি ও চট্টগ্রামের হাজারিখিলে দেখা গেল।

পাখিটির দেহের দৈর্ঘ্য ১৪ থেকে ১৫ সেন্টিমিটার। ওজন ১৩ দশমিক ৯ থেকে ১৫ দশমিক ১ গ্রাম। শীতে পানির কাছাকাছি থাকা ঘন ঝোপঝাড়, বাঁশঝাড় ও বাদাবনে দেখা মেলে। অত্যন্ত লাজুক পাখিটি একাকী ঝোপঝাড়ের আড়ালে দৌড়ে বা লাফিয়ে বেড়ায়। মাটিতে শুকনা পাতার ওপর হেঁটে বা লাফিয়ে কীটপতঙ্গ, শূককীট, কেঁচো ইত্যাদি খুঁজে খায়। ‘টক্-টক্’ ‘চইপয়্যররর’, ‘চিচিইই-টিচিইই-টিচিইই’, ‘ট্ট্রিরি-টিউটি.

..চিউ-চি’ স্বরে ডাকে।

পাখিটির প্রজননসংক্রান্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পাহাড়ি বনের ঘন ঝোপঝাড়ে, উপত্যকার গহিনে এবং জলাভূমির কাছে ঝোপঝাড়ে বাসা বানায় বলে জানা যায়।

আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে  রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।

টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।

রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে  যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।

৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।

সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।
পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।

সম্পর্কিত নিবন্ধ

  • আরব আমিরাতকে ৪৯ রানে গুঁড়িয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়