পানি নামছে না, বোরো চাষে অনিশ্চয়তা
Published: 11th, January 2025 GMT
যশোরের ভবদহ অঞ্চলের বিলগুলোয় এবার বোরো ধান চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নদী দিয়ে ঠিকমতো পানি না নামায় এলাকার বিলগুলো এখনো জলাবদ্ধ। এমন অবস্থায় কৃষকেরা শ্যালো মেশিন দিয়ে বিলের পানি সরানোর চেষ্টা করছেন। এরপরও ভবদহ অঞ্চলের অন্তত ১১ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ ভবদহ অঞ্চল হিসেবে পরিচিত। এ অঞ্চলে অন্তত ৫২টি ছোট-বড় বিল আছে। কিন্তু পলি পড়ে নাব্যতা হারানোয় এসব নদ–নদী দিয়ে এখন ঠিকমতো পানি নিষ্কাশন হয় না। এ অবস্থায় গত ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর টানা বর্ষণে ভবদহের ৩৩৮ দশমিক ২৭৬ বর্গকিলোমিটার এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। অতিবৃষ্টিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়। বিল উপচে পানি ঢোকে আশপাশের গ্রামগুলোয়। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ে প্রায় দেড় লাখ মানুষ। এরপর শ্রী ও হরি নদ–নদীতে মাটি কাটার যন্ত্র দিয়ে পাইলট (পরীক্ষামূলক) চ্যানেল কাটার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একপর্যায়ে বাড়িঘরের পানি নেমে গেলেও বেশির ভাগ বিল তলিয়ে রয়েছে।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, ভবদহ অঞ্চলে কৃষক আছেন প্রায় ৫০ হাজার। এখানকার ২৪ হাজার ৯০৪ হেক্টর জমিতে বোরোর আবাদ হতো। জলাবদ্ধতার কারণে এবার উপজেলার তিনটির ১১ হাজার ৮০২ হেক্টর জমিতে বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত চার দিন অন্তত ১০টি বিল এলাকায় দেখা গেছে, বিলগুলো ভরে আছে পানিতে। বিল বোকড়, বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল গান্ধীমারী, বিল গজালমারী ও বিল পায়রায় শুধু পানি আর পানি। বিলের কোথাও কোনো ধানখেত নেই। বিলের পানিতে ভাসছে কিছু আগাছা আর শাপলা।
সোমবার (৬ জানুয়ারি) অভয়নগরে সুন্দলী ইউনিয়নের শুড়িরডাঙ্গা বিলে দেখা যায়, তিনটি শ্যালো মেশিন দিয়ে বিলের পানি সেচে খালে ফেলা হচ্ছে। পাশে বন্ধ পড়ে আছে আরও একটি শ্যালো মেশিন।
সেখানে দেখা হয় সুন্দলী গ্রামের কৃষক গোপাল মণ্ডলের সঙ্গে। বিলে তাঁর ৩ বিঘা (৪২ শতকে বিঘা) জমি আছে। গত বছর তিনি সব জমিতে ধান করেছিলেন। তিনি বলেন, ভবদহ স্লুইসগেট দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশিত না হওয়ায় এবার প্রায় ৫০০ বিঘার শুড়িরডাঙ্গা বিলটি জলাবদ্ধ হয়ে পড়ে। বিলে বুকসমান পানি ছিল। এক মাস ধরে কৃষকেরা মিলে বিঘাপ্রতি ২ হাজার ২০০ টাকা করে দিয়ে বিলের পানি সেচে বের করছেন। এখন বিলের ওপরের দিকে হাঁটু এবং নিচের দিকে কোমরসমান জল আছে। সেচের পর এবার বিলে প্রায় ৪০০ বিঘা জমিতে বোরো চাষ করা সম্ভব হবে।
কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বোরো মৌসুম। বোরোর বীজতলা তৈরির সময় ১৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। বোরো ধানের চারা রোপণের সময় ১ থেকে ৩১ জানুয়ারি।
জলাবদ্ধতার বিষয়ে যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ভবদহ এলাকার পানিনিষ্কাশনে হরি নদে তিনটা এক্সকাভেটর ও একটি ড্রেজার, আপার ভদ্রা নদীতে দুটি এবং দুটি খালে দুটি এক্সকাভেটর দিয়ে পাইলট চ্যানেল কাটার কাজ চলছে। ভবদহ ২১-ভেন্ট স্লুইসগেটের ওপর ১৪টি এবং ৯-ভেন্ট স্লুইসগেটের ওপর পাঁচটি সেচযন্ত্র দিয়ে সেচ কার্যক্রম চালানো হচ্ছে। ফলে ভবদহ অঞ্চল থেকে ২ দশমিক ৪৯ ফুট পানি নেমে গেছে। দ্রুত পানি নামছে। আশা করছেন বেশির ভাগ জমিতে বোরো চাষ সম্ভব হবে।
তবে এ বিষয়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘ভবদহ ২১-ভেন্ট স্লুইসগেট থেকে ভাটিতে পাউবোর হরি নদ খননের দীর্ঘসূত্রতায় বিলগুলোয় বোরো চাষে সংশয় দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে এলাকার বেশির ভাগ জমিতে বোরো ধান চাষ সম্ভব হবে না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা ঘানুশির ১৪ বছর কারাদণ্ড
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা রাশেদ ঘানুশিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ এবং ‘একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তিউনিস আফ্রিকা প্রেস (টিএপি)-এর বরাত দিয়ে বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
টিএপির খবর অনুসারে, মঙ্গলবার (৮ জুলাই) তিউনিস ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টে সন্ত্রাসবাদ-সম্পর্কিত মামলার জন্য ফৌজদারি চেম্বার এই রায় জারি করেছেন।
ঘানুশির পাশাপাশি, আদালত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন, যার মধ্যে রয়েছে সাবেক গোয়েন্দা প্রধান মাহরেজ জোয়ারি, তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান সুরক্ষার সাবেক প্রধান আবদেলকারিম আবিদি, বিরোধী দল আন-নাহদাহ পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা হাবিব এল্লুজে এবং বেন আরুস প্রদেশের এজ্জাহরার মেয়র রায়ান হামজাউই।
এছাড়াও, আদালত পলাতক থাকা বেশ কয়েকজন ব্যক্তিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্টের চিফ অব স্টাফ নাদিয়া আকাচা, ঘানুচির ছেলে মোয়াজ ঘানুচি এবং আন-নাহদাহ পার্টির কর্মকর্তা আদেল দাদা ও রফিক আবদেসালেম।
অভিযোগ গঠনকারী চেম্বার ১৫ মে, ২০২৪ তারিখে মামলাটি বিচারের জন্য পাঠায়। ২ মে, ২০২৫ তারিখে শুনানি শুরু হয় এবং ৮ জুলাই আদালত রায় দেওয়ার তারিখ নির্ধারণের আগে বেশ কয়েকবার স্থগিত করা হয়।
এই মামলায় প্রায় ২০ জন প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা, সন্ত্রাসবাদে অর্থায়ন, অর্থ পাচার, সরকার উৎখাতের চেষ্টা এবং সহিংসতা উস্কে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিযোগ আনা হয়।
তিউনিসিয়ার সংবাদ সংস্থা সব আসামির রায়ের বিস্তারিত বিবরণ দেয়নি। সমস্ত রায় আপিলের আওতায় রয়েছে।
বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এবং বিরোধী দল আন-নাহদাহ পার্টি মামলাটির সমালোচনা করেছে। এটিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ও তার বিতর্কিত পদক্ষেপের সমালোচকদের নীরব করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ’ বলে অভিহিত করেছে।
তবে, তিউনিসিয়া কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির সরকার দাবি করছে, সব আসামীর বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ বা ‘দুর্নীতি’ এর মতো ফৌজদারি অভিযোগ রয়েছে।
এর আগে, গত ১৯ এপ্রিল একই ধরনের একটি মামলায় ৪০ জন প্রভাবশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৩ থেকে ৬৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তিউনিসিয়ার রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইদ। তবে তার বিরুদ্ধে একনায়কতন্ত্র শাসন জোরদার করার অভিযোগ রয়েছে।
২০২১ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিশাম মেসিসি সরকারকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা দখল করেন সাইদ। ২০১৪ সালের সংবিধান পাশ কাটিয়ে দেশের নির্বাচিত সংসদ ও বিচার বিভাগকে ভেঙে দেন তিনি।
ঢাকা/ফিরোজ