রাশিয়ার জ্বালানি খাতে গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক দিন আগে এল এ ঘোষণা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি–৭-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ১৮০টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাটনেফত গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের জোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান খালি করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেওয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে।’

যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের জোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে।

এ ছাড়া হোয়াইট হাউসে গতকাল শুক্রবার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘পুতিন এ মুহূর্তে কঠিন অবস্থায় আছেন। আর আমি মনে করি, এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে তিনি যেসব ভয়াবহ কাজ করে চলেছেন, তা চালিয়ে যাওয়ার জন্য তাঁর যেন নিশ্বাস ফেলার জায়গা না থাকে।’

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, গাজপ্রম নেফট নিষেধাজ্ঞাকে ‘ভিত্তিহীন’ ও ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

এদিকে নিষেধাজ্ঞার ওই খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ৩ দশমিক ৬ শতাংশ। এ কারণে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬৮ ডলার।

পুতিন এ মুহূর্তে কঠিন অবস্থায় আছেন। আর আমি মনে করি, এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে তিনি যেসব ভয়াবহ কাজ করে চলেছেন, তা চালিয়ে যাওয়ার জন্য তাঁর যেন নিশ্বাস ফেলার জায়গা না থাকে।-জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট

পেট্রলের দাম সম্পর্কে জানতে চাইলে বাইডেন বলেন, প্রতি গ্যালনে তিন থেকে চার সেন্ট পর্যন্ত ব্যয় বাড়তে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘এ নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরও গভীর প্রভাব ফেলবে।’

নিষেধাজ্ঞার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ৩ দশমিক ৬ শতাংশ। এতে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬৮ ডলার।

আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা আসার আগেই এ নিয়ে গুজব ছড়ায়। তখন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, বাইডেন প্রশাসন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ‘যতটা সম্ভব কঠিন উত্তরাধিকার’ রেখে যাচ্ছেন।

তেল সরবরাহব্যবস্থা ব্যাহত করার এ পদক্ষেপ রাশিয়ার যুদ্ধযন্ত্রের (প্রেসিডেন্ট পুতিন) আর্থিক ভিত্তির ওপরে বড় আঘাত হানবে। -ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব মিলিয়ে রাশিয়ার ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৩টি জ্বালানি তেলবাহী জাহাজ, রুশ জ্বালানি তেল ব্যবসায়ী ও তেলক্ষেত্র পরিষেবাদাতা, রাশিয়ার দুটি বৃহৎ জ্বালানি তেল কোম্পানি এবং এদের অধীন দুই ডজনের বেশি প্রতিষ্ঠান।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘তেল সরবরাহব্যবস্থা ব্যাহত করার এ পদক্ষেপ রাশিয়ার যুদ্ধযন্ত্রের (প্রেসিডেন্ট পুতিন) আর্থিক ভিত্তির ওপর বড় আঘাত হানবে।’

জি-৭ সম্মেলনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্ররাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞারাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্ররাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে না, বলেছেন দুবাইয়ের ব্যবসায়ী নেতাইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতে ১৯ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগ ‘সন্দেহে’ গ্রেপ্তার অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন

‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে গ্রেপ্তার হওয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লার শিশু আদালতের বিচারক ইয়াছিন আরাফাত কিশোরের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরকে আজ সোমবার কুমিল্লার আদালতে হাজির করা হয়। জামিন হওয়ায় আদালত থেকেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ওই কিশোরের পরিবার বলছে, জামিন হলেও এমন ঘটনায় ছেলেটি হতভম্ব। এ ছাড়া বার্ষিক পরীক্ষায় বসতে না পারায় তার শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেছে।

ওই কিশোরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়নে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করে নাঙ্গলকোট থানা–পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২০ নভেম্বর কিশোরের বার্ষিক পরীক্ষা শুরু হয়। আটকের পর ছেলের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে পুলিশের কাছে গেছেন বাবা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ ঘটনার কারণে এ বছর পরীক্ষা থেকে ছিটকে পড়েছে ইমরান।

ঘটনার পর কিশোরের বাবা দাবি করেন, তাঁর ছেলের শিক্ষার্থীর বাইরে আর কোনো পরিচয় নেই। পুলিশ নিজেদের গ্রেপ্তারের ‘কোটা’ পূরণ করতে ভিত্তিহীন অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। যদিও ঘটনার পর পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত কয়েকজন ছাত্রলীগ কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেপ্তার করে তারা।

আজ সোমবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরের আইনজীবী প্রথম আলোকে বলেন, ১৮ নভেম্বর কিশোরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে থেকে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আজকে জামিন আবেদনের শুনানি থাকায় কিশোরকে গাজীপুর থেকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। এরপর কিশোরকে আদালত থেকেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের জামিন হয়েছে, এটাই আমার কাছে বড় আনন্দের বিষয়। তবে এমন ঘটনায় আমার ছেলেটা কেমন জানি হতভম্ব হয়ে পড়েছে। আদালত থেকে বিকেলে বাড়ি এসেছি। ছেলেটা এক গ্লাস পানি ছাড়া কিছুই খায়নি। কারও সঙ্গে কথাও বলছে না। শুধু এটাই বলছে, কেন তাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছে?’

শিক্ষার্থীর বাবা আরও বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের মিছিলে ছিল ন্যূনতম কোনো প্রমাণও কেউ দেখাতে পারেনি এবং পারবেও না। শুধু সন্দেহের বশে আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে। ছেলেটার শিক্ষাজীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে। আমার ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই আমার চাওয়া।’

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর গভীর রাতে আটকের পরদিন নাঙ্গলকোট থানায় ২৫ জনের নাম-পরিচয় উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন থানার উপপরিদর্শক আলমগীর। মামলায় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে ৬ নম্বর আসামি করা হয়েছে। ১৮ নভেম্বর বিকেলে তাকে কুমিল্লার শিশু আদালত-১–এর মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে ইমরান হোসেনের পদবি ‘ছাত্রলীগ কর্মী’ বলে উল্লেখ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ