কুমিল্লায় নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের পাশে থেকে সব সহায়তা এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এর আগে সোমবার রাতে তৌহিদুলের পরিবারের সদস্যরা কুমিল্লা সেনানিবাসে মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন। বৈঠককে তৌহিদুলের পরিবারের পক্ষে তার স্ত্রী ইয়াসমিন নাহার, ভাগ্নি মাহবুবা উদ্দিন, সানজিদা খানম ও ভগ্নিপতি খানে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া প্রফেসর মাহবুবা উদ্দিন মঙ্গলবার সমকালকে বলেন, মামার (তৌহিদুল) মৃত্যুতে জিওসি শোক প্রকাশসহ নিহতের পরিবারকে তিনি আশ্বস্ত করেন যে, এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। বৈঠকে তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মাহবুবা বলেন, বৈঠকে আলোচনা হয়েছে সামরিক আইনে ঘটনায় জড়িত সামরিক ব্যক্তিদের বিচার হবে, তবে বেসামরিক ব্যক্তিদের যেহেতু সেনা আইনে বিচার সম্ভব নয়, তাই ঘটনায় জড়িত বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আইনজীবীর সঙ্গে কথা হচ্ছে। কিছু আনুষ্ঠানিকতা শেষে মামলা দায়ের করা হবে।

তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমাদের প্রতিবেশী ৫ ব্যক্তি ঘটনার রাতে সাদা পোশাকে অভিযানে অংশ নেয়। তাদের আমরা শনাক্ত করে সেনাবাহিনীর নিকট নাম প্রকাশ করেছি। প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। জিওসি মহোদয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা ঘটনায় জড়িত সবার কঠোর শাস্তির দাবি জানিয়েছি।  

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর পরিচয়ে তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরিবারের অভিযোগ প্রতিবেশী ৫ ব্যক্তির মিথ্যা অভিযোগে তাকে তুলে নেওয়ার পর রাতভর নির্যাতন করা হয়। অবস্থা সংকাটপন্ন হওয়ায় পরদিন পুলিশে সোপর্দ করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তৌহিদুল জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র পর ব র র

এছাড়াও পড়ুন:

তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা ঘানুশির ১৪ বছর কারাদণ্ড

তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা রাশেদ ঘানুশিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ এবং ‘একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তিউনিস আফ্রিকা প্রেস (টিএপি)-এর বরাত দিয়ে বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

টিএপির খবর অনুসারে, মঙ্গলবার (৮ জুলাই) তিউনিস ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টে সন্ত্রাসবাদ-সম্পর্কিত মামলার জন্য ফৌজদারি চেম্বার এই রায় জারি করেছেন।

ঘানুশির পাশাপাশি, আদালত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন, যার মধ্যে রয়েছে সাবেক গোয়েন্দা প্রধান মাহরেজ জোয়ারি, তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান সুরক্ষার সাবেক প্রধান আবদেলকারিম আবিদি, বিরোধী দল আন-নাহদাহ পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা হাবিব এল্লুজে এবং বেন আরুস প্রদেশের এজ্জাহরার মেয়র রায়ান হামজাউই।

এছাড়াও, আদালত পলাতক থাকা বেশ কয়েকজন ব্যক্তিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্টের চিফ অব স্টাফ নাদিয়া আকাচা, ঘানুচির ছেলে মোয়াজ ঘানুচি এবং আন-নাহদাহ পার্টির কর্মকর্তা আদেল দাদা ও রফিক আবদেসালেম।

অভিযোগ গঠনকারী চেম্বার ১৫ মে, ২০২৪ তারিখে মামলাটি বিচারের জন্য পাঠায়। ২ মে, ২০২৫ তারিখে শুনানি শুরু হয় এবং ৮ জুলাই আদালত রায় দেওয়ার তারিখ নির্ধারণের আগে বেশ কয়েকবার স্থগিত করা হয়।

এই মামলায় প্রায় ২০ জন প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা, সন্ত্রাসবাদে অর্থায়ন, অর্থ পাচার, সরকার উৎখাতের চেষ্টা এবং সহিংসতা উস্কে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিযোগ আনা হয়।

তিউনিসিয়ার সংবাদ সংস্থা সব আসামির রায়ের বিস্তারিত বিবরণ দেয়নি। সমস্ত রায় আপিলের আওতায় রয়েছে।

বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এবং বিরোধী দল আন-নাহদাহ পার্টি মামলাটির সমালোচনা করেছে। এটিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ও তার বিতর্কিত পদক্ষেপের সমালোচকদের নীরব করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ’ বলে অভিহিত করেছে।

তবে, তিউনিসিয়া কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির সরকার দাবি করছে, সব আসামীর বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ বা ‘দুর্নীতি’ এর মতো ফৌজদারি অভিযোগ রয়েছে।

এর আগে, গত ১৯ এপ্রিল একই ধরনের একটি মামলায় ৪০ জন প্রভাবশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৩ থেকে ৬৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তিউনিসিয়ার রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইদ। তবে তার বিরুদ্ধে একনায়কতন্ত্র শাসন জোরদার করার অভিযোগ রয়েছে। 

২০২১ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিশাম মেসিসি সরকারকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা দখল করেন সাইদ। ২০১৪ সালের সংবিধান পাশ কাটিয়ে দেশের নির্বাচিত সংসদ ও বিচার বিভাগকে ভেঙে দেন তিনি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ