জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাফিউর রহমান নাফি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জবি শাখা ছাত্রদলের ওই নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক।
আরো পড়ুন:
ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতার ইফতার বিতরণ
ছাত্রদলের অভিযোগ
চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে
নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থাকার পরও তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।
নোটিশে আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তরে লিখিত জবাব দিতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
প্রশ্নকারীদের উদ্দেশে প্রেস সচিব, ‘আমি নির্বাচন করছি না’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, তিনি নির্বাচনে লড়বেন না।
২৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম এক বাক্যে নির্বাচন করা বিষয়ে প্রশ্নকারীদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
ঈশ্বরদীতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি: জামায়াত আমির
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
পোস্টে তিনি লিখেছেন, “যারা জানতে চাচ্ছেন তাদেরকে বলছি, আমি নির্বাচনে লড়াই করছি না এবং রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ গুরুত্ব পদে দায়িত্ব পালনকারীদের মধ্যে কারা নির্বাচন করতে পারেন এবং রাজনীতিতে যোগ দিতে পারেন, তা নিয়ে অনেক প্রশ্ন আসছে। প্রেস সচিব শফিকুল আলমকে নিয়েও এমন প্রশ্ন রয়েছে, যার জবাব দিলেন তিনি।
এর আগে একাধিক সাক্ষাৎকারে শফিকুল আলম বলেছেন, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তিনি আবার আগের পেশা সাংবাদিকতায় ফিরবেন।
ঢাকা/রাসেল