Risingbd:
2025-12-11@03:52:56 GMT

জবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

Published: 27th, March 2025 GMT

জবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাফিউর রহমান নাফি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জবি শাখা ছাত্রদলের ওই নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক।

আরো পড়ুন:

ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতার ইফতার বিতরণ

ছাত্রদলের অভিযোগ 
চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে

নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থাকার পরও তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তরে লিখিত জবাব দিতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান নিয়েছে।

ঢাকা/হাসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

কর্মশালায় আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯–ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ তুলে ধরেন। তিনি বিশেষভাবে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেলভিত্তিক ঋণ শ্রেণীকরণ এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন নির্ধারণ প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ বাস্তবায়নে নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “এ নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন আনবে। প্রচলিত নিয়ম-ভিত্তিক পদ্ধতি থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ড’-এ রূপান্তরের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইসিএল মডেল বাস্তবায়নের ক্ষেত্রে এটিই প্রথম পূর্ণাঙ্গ উদ্যোগ।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ। এছাড়া, এনআরবিসি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তারা এতে অংশ নেন।

ঢাকা/ইভা   

সম্পর্কিত নিবন্ধ