জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাফিউর রহমান নাফি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জবি শাখা ছাত্রদলের ওই নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক।
আরো পড়ুন:
ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতার ইফতার বিতরণ
ছাত্রদলের অভিযোগ
চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে
নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থাকার পরও তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।
নোটিশে আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তরে লিখিত জবাব দিতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
বিয়েবাড়িতে তারকাদের নাচ: পুরোনো ভিডিও ভাইরাল, কথা রাখেননি রণবীর
বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়েবাড়িতে নাচতেন। গত বছর ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে নেচেছেন বলিউডের তাবড় তাবড় তারকারা। এ তালিকায় ছিলেন রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাটও।
গত ২১-২২ নভেম্বর উদয়পুরে ভারতীয় শিল্পপতি রামা রাজু মান্টেনার কন্যা নেত্র মান্টেনার বিয়েতে নাচেন বলিউডের রণবীর সিং, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, কৃতি স্যাননের মতো তারকারা। তবে এতে ছিলেন না আলিয়া কিংবা রণবীর কাপুর। বিয়েবাড়িতে তারকাদের নাচের নানা মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফলে বিয়েবাড়িতে তারকাদের নাচের ব্যাপারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরো পড়ুন:
গুরুতর অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির মামলা
২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি
২০১১ সালে টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন—টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচবেন তিনি। পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এ ভিডিওতে কারণ ব্যাখ্যা করে রণবীর কাপুর বলেন, “আমি এটা করব না। কারণ আমি যে পরিবার থেকে এসেছি…। তবে এটাও বলছি, যারা এটা করেন আমি তাদের বিপক্ষে নই। কিন্তু আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তার সঙ্গে এটা যায় না।”
প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির পুত্র রণবীর কাপুর। তার দাদা রাজ কাপুর আর পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র রণবীর।
টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচ করা আদৌ কী ভুল? শাহরুখ খানসহ অনেক অভিনেতা এটা করেছেন। এ বিষয়ে রণবীর কাপুর বলেন, “এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু টাকা আমার চালিকাশক্তি নয়। আমি বিলিয়ন-ট্রিলিয়ন টাকা কামাতে চাই না। আমি একজন অভিনেতা। আমার প্রেরণা আলাদা, আমার আবেগ আলাদা। বিয়েতে নেচে আমি নিজের চোখে নিজের মর্যাদা হারাতে চাই না; যেখানে লোকজন হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে আর খারাপ মন্তব্যও করতে পারে। আমি চাই না আমার পরিবারের কেউ এটা করুক। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটা করব না।”
টাকার জন্য যদি বিয়েতে না নাচেন, তবে কি তারকাখ্যাতির সঙ্গে আপস করবেন? এমন প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, “আমি তারকাখ্যাতি হারাব না। কিন্তু আমি ভাবতে চাই না যে, ‘আমি তারকা বলে যা খুশি তা করতে পারি এবং পার পেয়ে যাব।”
তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম
ঢাকা/শান্ত