জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাফিউর রহমান নাফি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জবি শাখা ছাত্রদলের ওই নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক।
আরো পড়ুন:
ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতার ইফতার বিতরণ
ছাত্রদলের অভিযোগ
চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে
নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থাকার পরও তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।
নোটিশে আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তরে লিখিত জবাব দিতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
ইথিওপিয়া থেকে দিল্লিতে উড়ে যাচ্ছে আগ্নেয়গিরির ছাই
ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই ওমান ও ইয়েমেন হয়ে লোহিত সাগর পেরিয়ে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে।
ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কয়েক হাজার বছর ধরে সুপ্ত ছিল। রবিবার সকালে এটি অগ্নুৎপাত শুরু করে। এর ফলে বায়ুমণ্ডলে হাজার হাজার ফুট উপরে ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে।
ছাইয়ের কারণে ভারতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, বিলম্বিত বা রুট পরিবর্তন করা হয়েছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাগুলোকে প্রভাবিত এলাকাগুলো ‘কঠোরভাবে এড়িয়ে চলতে’ বলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছাই দূষণের মাত্রা স্পষ্ট নয়। তবে এটি দিল্লির বায়ুর গুণমানকে প্রভাবিত করার সম্ভাবনা কম।
আগ্নেয়গিরির ছাই হল অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে নির্গত ক্ষুদ্র, ঘর্ষণকারী কণার মেঘ। এটি বিমানের ইঞ্জিনগুলোকে ক্ষতি করতে পারে এবং দৃশ্যমানতা হ্রাস করতে পারে, যা বিমান পরিচালনাকে বিপজ্জনক করে তোলে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবিসিকে বলেন, “সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় প্রভাব পড়েছে। এটি সাময়িকভাবে স্যাটেলাইটের কার্যকারিতা এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলবে। তবে আবহাওয়া বা বাতাসের গুণমানে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি গত রাতে উত্তর ভারতে পৌঁছেছে এবং মনে হচ্ছে চীনের দিকে এগিয়ে যাচ্ছে।
বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদারের মতে, ছাই ছড়িয়ে যেতে কতক্ষণ সময় লাগবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন।
ঢাকা/শাহেদ