ই-কমার্স সাইটে সারাদেশে ক্রেতার সংখ্যা ক্রমে বাড়ছে। অর্থ, সময় আর ভোগান্তি থেকে রেহাই পেতে কেনাকাটায় ই-কমার্স দারুণ সমাধান। বাংলাদেশে সব ধরনের পণ্য, খাবার এমনকি ওষুধ কেনায় অনেকেই এখন ই-কমার্স পরিষেবার ওপর নির্ভরশীল। এমন কেনাকাটায় উৎসাহিত করতে সারাদেশে ৫.৫ বেস্ট প্রাইস, বেস্ট ডিলস প্রচারণা শুরু করেছে দারাজ।
বিশেষ ঘোষণা উদযাপনে ৯ মে পর্যন্ত থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি ও ভাউচার ডিসকাউন্ট, যা গ্রাহককে সাশ্রয়ী ও বিশেষ ছাড়ে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে
উদ্যোক্তারা জানায়।
বিশেষ প্রচারণায় প্রতিদিনই দারাজ অ্যাপে পাওয়া যাবে নতুন ফ্ল্যাশ সেল ডিল, যেখানে অংশ নিচ্ছে ডেটল, ওরাইমো, হায়ার, প্যারাস্যুট অ্যাডভান্সড ও নিওকেয়ারের মতো জনপ্রিয় সব ব্র্যান্ড। ফ্যাশন, ইলেকট্রনিকস, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সব ধরনের পণ্য পাওয়া যাবে বিশেষ অফারে। ফ্রি ডেলিভারি সুবিধা পেতে ন্যূনতম ৭৯৯ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। অ্যাপের ভাউচার সেন্টার থেকে ফ্রি ডেলিভারি ও অন্যসব ডিসকাউন্ট ভাউচার সংগ্রহ করে সাশ্রয়ী হওয়ার সুযোগ থাকবে। দারাজ কর্তৃপক্ষ জানায়, এমন প্রচারণা শুধু ছাড় বা অফারের মধ্যেই সীমাবদ্ধ নয়; মাঝেমধ্যে বিশেষ প্রচারণায় গ্রাহক নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা পেয়ে থাকেন।
ফ্যাশন, গ্যাজেট, বিউটি প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে প্রয়োজনীয় ক্যাটেগরির পণ্যে থাকছে অফার, যা গ্রাহকের প্রতিদিনের চাহিদা পূরণে সহায়ক হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ই কম র স
এছাড়াও পড়ুন:
সম্মেলনে ৪৪ জেলার চাষি ও উদ্যোক্তা
আম উৎপাদন ও বিপণন নিয়ে দেশের বিভিন্ন জেলার চাষি, উদ্যোক্তা ও গবেষকদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রথম আম সম্মেলন। গতকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার কানসাট ক্লাব স্টেডিয়ামে এ আয়োজন করে ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম। দিনব্যাপী সম্মেলনে দেশের ৪৪ জেলার প্রায় ৩৫০ জন আমচাষি ও উদ্যোক্তা অংশ নেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজের সভাপতিত্বে সকালে সম্মেলনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে বক্তারা আম উৎপাদন ও বিপণনের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ আম পরিবহন, ওজন পদ্ধতি ও রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চাষিদের কাছে শোনেন এবং তা নিরসনে উদ্যোগের কথা জানান।
ঢাকার উত্তরা থেকে সম্মেলনে অংশ নেওয়া উদ্যোক্তা সাইয়েদুল বাশার বলেন, তিনি অনলাইনে আম কেনাবেচার উদ্যোগ নেন তিন বছর আগে। এ সম্মেলনে এসে স্থানীয় বেশকিছু আমচাষির সঙ্গে পরিচিত হয়েছেন। তাদের কাছ থেকে বিভিন্ন জাতের আম সম্পর্কে জানতে পেরে খুশি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জের চাষিরা আমের দাম নিয়ে হতাশ। রপ্তানিতেও আছে নানা বাধা। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকতা ড. জি এম মোরশেদুল বারী বলেন, রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশক, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা, শীততাপনিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এ ছাড়া অনেক উদ্যোক্তার চাঁপাইনবাবগঞ্জের ভালো জাতের আম, জিআই সনদপ্রাপ্ত আম ও গবেষণায় উদ্ভাবিত হাইব্রিড জাতের রপ্তানিযোগ্য আম নিয়ে স্পষ্ট ধারণা নেই। এসব বিষয় তুলে ধরতেই তিনিসহ কয়েকজন গবেষক এ সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও এর সমাধান পেতে এবং সারা দেশের আম উদ্যোক্তাদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করতেই আজকের সম্মেলন।