কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় ব্রহ্মপুত্র ন‌দীতে গোসল কর‌তে নে‌মে দুই ভাই ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। শ‌নিবার (১০ মে) দুপুর ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ দুর্ঘটনা ঘ‌টে।

তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বুড়াবুড়ি ইউনিয়‌ন পরিষদের ৬ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য লোকমান হা‌কিম বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় বা‌সিন্দা আবু সাঈদ জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মো তারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলাঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। দুপুরে  রা‌ফি ইসলাম, ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদীতে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়রা খোঁজাখুঁজি ক‌রলেও তা‌দের খোঁজ পাওয়া যায়নি। 

আরো পড়ুন:

আগাম ভাঙনের ঝুঁকিতে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধ

তিস্তার পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে ভারত: মির্জা আব্বাস

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, তিনি বিষয়‌টি শুনেছেন। ঘটনাস্থলে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেয়া হ‌চ্ছে। 
 

ঢাকা/সৈকত/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ

এছাড়াও পড়ুন:

কলকাতায় মহাতারকা মেসির আগমন, ভাঙল উচ্ছ্বাসের বাঁধ

কলকাতার মাটিতে পা পড়েছে ফুটবল জাদুকর বিশ্বকাপজয়ী আর্জেন্টােইন ফুটবলার লিওনেল মেসির। তার আগমন ঘিরে কলকাতায় বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। 

ভারতীয় সময় শুক্রবার দিবাগত (১৩ ডিসেম্বর) রাত ২টা ২৬ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ বিমান থেকে অবতরণ করেন লিওনেল মেসি। 

আরো পড়ুন:

আবারো ইতিহাস গড়লেন মেসি, দ্বিতীয়বার এমভিপি

মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’

নজিরবিহীন নিরাপত্তাবেষ্টনীতে কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে রাত ৩টা ২২ মিনিটে বেরিয়ে আসেন মেসি। ওই রাতে বিমানবন্দরের সামনে অপেক্ষমাণ হাজার হাজার ভক্ত-সমর্থক মেসির নামে স্লোগান দিতে থাকেন। ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোরের কলকাতা।

রাতের শেষভাগে মেসি যখন কলকাতা বিমানবন্দরে পৌঁছান, সেই দৃশ্য ‘মহানায়ক’ বরণের মতো যথা উপযুক্ত দৃশ্যের অবতারণা করে। রাতের গভীরতা ম্লান করে প্রাণের জাগরণ শোনা যায় কলকাতার পথে পথে।

মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা। 

শুধু মেসি নন, এদিন রাতে কলকাতায় এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অবশ্য তিনি তার ব্যক্তিগত বিমানে কলকাতায় এসেছেন।

১৪ বছর আগে ভারতে এসেছিলেন ফুটবলের এই জাদুকর। ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি।

ঢাকা/সুচরিতা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ