বিকেএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স
Published: 10th, May 2025 GMT
দেশের নিট পোশাকশিল্পের মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আজ শনিবার রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএর রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭২ জন। এর মধ্যে দুই কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোট প্রদানের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনের ভোটার সংখ্যা ছিল ২৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোট প্রদানের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ২২৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪০ ভোটার। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ জন বা ৭৫ শতাংশ।
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো বিকেএমইএর নির্বাচন। এতে ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ৩৫ জন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের। এই প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাঁরা হলেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.
ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন পরিচালক নির্বাচিত হবেন।
নিরঙ্কুশ জয়লাভের পর প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের দলনেতা মোহাম্মদ হাতেম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। আমরা মনে করি, বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের কারণে সদস্যরা আমাদের প্রতি অকুণ্ঠ আস্থা প্রদর্শন করেছেন। এই ফলাফল তাঁদের ভালোবাসার প্রতিফলন। আগামী দিনে শুধু নিট সেক্টরের উন্নয়ন নয়, দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনেতিক উন্নয়নে সব সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।