দেশের নিট পোশাকশিল্পের মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আজ শনিবার রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএর রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭২ জন। এর মধ্যে দুই কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোট প্রদানের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনের ভোটার সংখ্যা ছিল ২৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোট প্রদানের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ২২৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪০ ভোটার। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ জন বা ৭৫ শতাংশ।

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো বিকেএমইএর নির্বাচন। এতে ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ৩৫ জন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের। এই প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাঁরা হলেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.

জামাল উদ্দিন মিয়া ও জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন পরিচালক নির্বাচিত হবেন।

নিরঙ্কুশ জয়লাভের পর প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের দলনেতা মোহাম্মদ হাতেম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। আমরা মনে করি, বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের কারণে সদস্যরা আমাদের প্রতি অকুণ্ঠ আস্থা প্রদর্শন করেছেন। এই ফলাফল তাঁদের ভালোবাসার প্রতিফলন। আগামী দিনে শুধু নিট সেক্টরের উন্নয়ন নয়, দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনেতিক উন্নয়নে সব সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি বলেছেন, গত জুলাই-আগষ্টসহ বিগত পনের বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এতো বেশি যে, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না।

এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি অপরাধচক্র। এরা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এদেরকে রাজনীতি করতে দেয়ার মানে একটি ভয়ংকর অপরাধীচক্রকে আবারো নির্মমতা চালানোর সুযোগ করে দেয়া।

শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান মাহমুদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বন্দর উত্তর থানা, আলহাজ্ব আবুল হাসান সভাপতি বন্দর দক্ষিন থানা।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কুরআন-হাদীস ও এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নারী কমিশনের প্রস্তাবনায় যৌনকর্মে নিষ্পেষিত নারীদের রক্ষার বদলে তার ওপরে চলা নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে এক  বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। নারীর সাথে এই ধরণের নির্মমতার প্রস্তাব যে কমিশন করে তাদের কমিশন বাতিল করতেই হবে।

পরিশেষে, ২৭ নং ওয়ার্ড ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম বাবু, সহ সভাপতি মো ফয়সাল মাহমুদ, সেক্রেটারি মো. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো মামুনুর রশিদ-এর নাম ঘোষণা করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী
  • বন্দরের ফুলহর গরুর হাটের অনুমতি নিয়ে আতংকে এলাকাবাসী  
  • চার বছরের পরীক্ষার ফল: রাজশাহী শহরে প্রতিবছরই শব্দদূষণ বাড়ছে
  • নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার 
  • এক যুগ পর বিকেএমইএর নির্বাচন
  • আহ্বায়ক আলী আহসান, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ
  • আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : মাসুম বিল্লাহ
  • বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে চাপে ফেলতে ভারতের কৌশলগত চাল এই ‘পুশইন’: রাষ্ট্র সংস্কার আন্দোলন
  • তথ্যযুদ্ধ: ভারত ও পাকিস্তান কি হামলা নিয়ে সত্য বলছে