২ / ৭জালে কী কী মাছ ধরা পড়েছে, তা দেখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই অভ্যুত্থানে ৮ জন স্কাউট শহীদ হয়েছে: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘‘জুলাই অভ্যুত্থানে স্কাউটদের মধ্য থেকে ৮ জন শহীদ হয়েছে, যা ভাষা আন্দোলনে শহীদ সংখ্যার দ্বিগুণ। অথচ তাদের কথা ইতিহাসে স্থান পাচ্ছে না।’’

বুধবার রাজধানীর বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তরে গার্লস-ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শারমীন মুরশিদ বলেন, ‘‘বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্কাউটিং শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে চরিত্রবান, আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।’’

নারীর প্রতি অসম্মানজনক দৃষ্টিভঙ্গি সমাজ থেকে দূর করতে আন্তর্জাতিক দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রতিদিন যদি আমরা নারীদের সম্মান দিতে পারি, তবে আলাদা করে নারী দিবসের প্রয়োজন থাকবে না। কিন্তু এখনও সমাজে নারীর চলার পথে নানা বাধা রয়েছে, যা প্রতিক্রম করতেই এসব দিবসের আয়োজন।”

গণআন্দোলনে তরুণদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে তরুণদের, বিশেষ করে স্কাউটদের ভূমিকা ছিল। আন্দোলনে স্কাউটদের মধ্য থেকে ৮ জন শহীদ হয়েছে, যা ভাষা আন্দোলনের শহীদ সংখ্যার দ্বিগুণ। অথচ তাদের কথা ইতিহাসে স্থান পাচ্ছে না। এটি আমাদের আত্মজিজ্ঞাসার কারণ হওয়া উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘ছাত্ররা মেধাভিত্তিক সমাজ ও সমান সুযোগ চেয়েছে। তাদের সেই যুক্তিসঙ্গত আন্দোলনে মেয়েরা অগ্রণী ভূমিকা রেখেছে, রক্ত দিয়েছে, সাহসিকতা দেখিয়েছে। অথচ তারা হারিয়ে যাচ্ছে। যেমন হারিয়ে গিয়েছিল ৭১-এর নারী মুক্তিযোদ্ধারাও।’’

অনুষ্ঠানে উপদেষ্টা ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক স্কাউটদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শন করেন এবং নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সোশ্যাল ফোর্স গঠনের ঘোষণা দেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্লস-ইন-স্কাউটিং জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক এবং গার্লস-ইন-স্কাউটিং জাতীয় উপকমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার রুপা।


 

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ