কাঠফাটা রোদে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছেন একজন বৃদ্ধা। মাথায় ডালি। কাছে গিয়ে দেখা গেল, ডালিভর্তি বাদাম। গ্রাম ঘুরে সেগুলো বিক্রি করছেন তিনি। নাম আমিনা বেওয়া। বয়স ৭০ পেরিয়েছে।

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামে গত রোববার দুপুরে আমিনা বেওয়ার সঙ্গে দেখা হয়। বামনপাড়ার পাশে মাস্টারপাড়া গ্রামে তাঁর বাড়ি। দুই গ্রামের দূরত্ব প্রায় আধা কিলোমিটার।

চানাচুর, বাদাম, বুটসহ শিশুদের বিভিন্ন খাবার ফেরি করে সাধারণত পুরুষেরাই বিক্রি করেন। নারী বিক্রেতা দেখা যায় কম। সেই ব্যতিক্রমী একজন আমিনা বেওয়া। কত দিন ধরে এ কাজ করছেন—জানতে চাইলে তিনি বলেন, কমসে কম ২০ বছর তো হবে। তেল, সাবান, লবণ, মসলাসহ নানা জিনিস ফেরি করে বিক্রি করেন। আগে ছেলে ফেরদৌসকে নিয়ে যেতেন। এখন সে ঢাকায় থাকে।

আগে ছেলের সঙ্গে ভারে করে মালামাল নিতেন আমিনা বেওয়া। এখন বয়স হয়েছে, তাই ডালি নেন। ডালিতে বেশি মালপত্র বহন করা সম্ভব হয় না। তাই বিক্রিও কম হয়।
দুপুরের প্রচণ্ড রোদে মাঠে কাজ করছিলেন অনেকে। কেউ ছাতা, কেউ টুপি দিয়ে মাথা ঢেকেছেন। কেউ কেউ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তেমনি এক গাছের ছায়ায় বসে আমিনার সঙ্গে কথা হয়। বৃদ্ধ বয়সে রোদে কেন বের হন—এ প্রশ্নে তিনি বলেন, ‘চলি ফিরি খাওয়া নাগে।’ অর্থাৎ যত দিন চলতে পারবেন, তত দিন কাজ করে খেতে চান।

আমিনা জানান, বদরগঞ্জ হাট থেকে কারও মাধ্যমে বা নিজেই কাঁচা বাদাম কিনে আনেন। আবার কখনো মনিরপুর মিলেরপাড়ার প্রদীপ কুমারের হোটেল থেকে ২০-৩০ পিস শিঙাড়া এনে বিক্রি করেন।

যে বয়সে সন্তানদের সেবা পাওয়ার কথা, সে বয়সে আমিনা পরিশ্রম করছেন। কোনো আক্ষেপ আছে কি না, জানতে চাইলে উল্টো সন্তানদের জন্য কিছু করতে না পারার দুঃখবোধ তাঁর কণ্ঠে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একজনের প্রেমে পড়েছিলাম, এখন সে আমার বউ

প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • ইতালিতে বাইরে কাজ নিষিদ্ধ, ফ্রান্সে স্কুল বন্ধ
  • খুলনায় ১৯ হাজার ইয়াবাসহ একজন আটক, বড় মাদকের চালান জব্দ
  • রাজস্থলীতে দুই অটোরিকশার সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত
  • চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
  • ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা পেলেন কয়েক শ মানুষ
  • ছোটু ও নানাভাইকে স্মরণ
  • ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
  • নারীরা তাদের স্বামীদের জন্য বিপজ্জনক হতে পারেন, সম্পর্কের বির্বতন নিয়ে অনুপম
  • গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
  • একজনের প্রেমে পড়েছিলাম, এখন সে আমার বউ