তুরস্কের কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, দেখুন বিস্তারিত
Published: 14th, May 2025 GMT
বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।
কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে
*মাসে মাসে উপবৃত্তি
*আবাসন সুবিধা
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে
পিএইচডিতে সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
*মাসে মাসে মিলবে উপবৃত্তি
*আবাসন সুবিধা
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা
*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ
প্রথম আলো ফাইল ছবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে
ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।
নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।
সূত্র: টেক্লুসিভ