আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এখন পর্যন্ত ৬ আহত হয়েছেন বলে জানা গেছে।
টিয়ারগ্যাস নিক্ষেপে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা। সাজিদ নয়ন
টিয়ারগ্যাস নিক্ষেপ। ছবি: সাজিদ নয়ন
শিক্ষার্থীদের লংমার্চে জলকামান নিক্ষেপ। ছবি: সাজিদ নয়ন
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরিয়ার প্রেসিডেন্টকে সুদর্শন তরুণ বললেন ট্রাম্প
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে সুদর্শন তরুণ ও শক্তপোক্ত ব্যক্তি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতার যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
আহমেদ আল-শারা মূলত আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। শারার দল হায়াত তাহরির আল-শাম ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে নেতৃত্ব দেয়। আল-কায়েদা-সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহরির আল-শামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছিল। ক্ষমতা গ্রহণের পর থেকে শারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেন। বুধবার শারার সঙ্গে সৌদি আরবে বৈঠক করেছেন ট্রাম্প। ওই বৈঠকে তিনি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
আহমেদ আল-শারার সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, সকালে সৌদি আরবে সংক্ষিপ্ত সাক্ষাৎ ‘দুর্দান্ত’ হয়েছে। সে “সুদর্শন তরুণ। শক্তপোক্ত লোক। তার অতীত শক্তিশালী। খুবই শক্তিশালী অতীত। যোদ্ধা।”
ট্রাম্প বলেন, “তার মধ্যে এটি ধরে রাখার সত্যিকারের ক্ষমতা রয়েছে। আমি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বলেছি, যিনি তার সাথে খুব বন্ধুত্বপূর্ণ। তিনি (শারা) মনে করেন যে তিনি ভালো কাজ করার সুযোগ পেয়েছেন। এটি একটি ছিন্নভিন্ন দেশ।”
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভেবেছিলেন সিরিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এক পর্যায়ে আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।
ট্রাম্প বলেন, “আমার মনে হয় তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমি তাকে বলেছিলাম, আমি আশা করি যখন দেশটি নিজের পায়ে দাঁড়াবে তখন আপনিও যোগ ( আব্রাহাম চুক্তিতে) দেবেন।”
জবাবে সিরিয়ার প্রেসিডেন্ট ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
ঢাকা/শাহেদ