Samakal:
2025-11-17@10:15:23 GMT

আমিরাতের পথে রিশাদ-তানজিদরা

Published: 14th, May 2025 GMT

আমিরাতের পথে রিশাদ-তানজিদরা

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এরপর দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও, এখনো তা পুরোপুরি নিশ্চিত নয়। সূচি নিয়ে অনিশ্চয়তা ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার কারণে সফরটি ঝুলে আছে।

বাংলাদেশ দল যাচ্ছে দুই ধাপে। আজ বুধবার সকাল ১০টার ফ্লাইটে প্রথম দফায় আমিরাতের উদ্দেশে রওনা হন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারীসহ মোট ১০ জন ক্রিকেটার। বাকি সদস্যরা সন্ধ্যা ৭টার ফ্লাইটে দেশ ছাড়বেন, সেই দলে থাকবেন অধিনায়ক লিটন দাসও।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ইতোমধ্যে এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। সাধারণ গ্যালারির টিকিট ৩০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৯৯০ টাকা), গোল্ড/প্লাটিনাম শ্রেণির টিকিট ৭৫ দিরহাম (প্রায় ২,৪৭৫ টাকা) ও ভিআইপি বক্সের টিকিট ২০০ দিরহামে (প্রায় ৬,৬১২ টাকা) মিলছে।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন দাস। আর কেবল আমিরাত সফরের জন্য সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান। এই সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, তবে এখনো দল ঘোষণা করেনি স্বাগতিক আমিরাত।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র ত র জন য

এছাড়াও পড়ুন:

রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।

এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ