ঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছ, বজ্রপাতে কৃষকের মৃত্যু
Published: 17th, May 2025 GMT
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঝড়ে শতাধিক গাছপালা উপড়ে গেছে। এসময় বজ্রপাতে মর্তুজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে।
শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে উপজেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এছাড়া ভুট্টা, মরিচসহ অন্যান্য সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বজ্রপাতে ২৬ দিনে ১৩ মৃত্যু
কুড়িগ্রামে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ইউএনও রবিন মিয়া বলেন, ‘‘ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া, বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।’’
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ১০ হাজার গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এই গাছ বিতরণ করা হয়।
এসময় ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকী চারা গুলো বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। অপর দিকে কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থী, কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে এই চারা গুলো বিতরণ করা হয়।
এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করেন ইউএনও জাফর সাদিক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দরা।