গণতন্ত্র ফেরানোর একমাত্র উপায় নিরপেক্ষ নির্বাচন: মঈন খান
Published: 17th, May 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। জিয়াউর রহমানের দল সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ড.
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন ঘটে। এখন গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, মেহেদী হাসান তুহিন এবং জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনির প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে নয় মাসের অধিক, এখনো গণতন্ত্র ফিরে আসেনি: বিএনপি নেতা আজিজুল বারী
ছবি: প্রথম আলো