লন্ডনে অনুষ্ঠিত ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর চ্যাম্পিয়ন হয়েছে ‘হবিগঞ্জ ফাইটার’। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন গ্রেটার ফরিদপুর। রোববার চ্যাম্পিয়ন, রানার্স আপসহ টুর্নামেন্টের অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোকোর বড় ভাই তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।

২০২৪ সালে লন্ডনে ১৬ দল নিয়ে বছরব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। যারা খেলাধুলার মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে।

তিনি আরও বলেন, আমরা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে তিন থেকে চার বিঘা জমি বের করে মাঠ করা হবে। যেখানে বাচ্চারা খেলবে, মুরুব্বিরা হাঁটবেন। স্কুলের সিলেবাসে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভূক্ত থাকবে। যার অর্থ খেলাধুলা তাকে করতেই হবে।

ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে গিয়ে তারেক রহমান বলেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কোকোর মধ্যে তার সবই উপস্থিত ছিলো। এছাড়া তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তিনি বলেন, সকলে মিলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। বিভিন্ন বিষয়ে মতপ্রার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কর্মসংস্থান তৈরি করতে হবে।

কোকো মেমোরিয়াল ট্রাস্ট-এর শরফরাজ আহেমদ শরফুর পরিচালনায় ও আবু নাসের শেখ-এর সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সহসম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, ড্যাবের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম মহাস‌চিব ডা.

সরকার মাহমুদ আহ‌মেদ শামীম প্রমুখ। এই অনুষ্ঠানের আয়োজকরা হলেন, ফজলে রহমান (পিনাক), শেখ সাদেক, ডালিয়া বিনতে লাকুরিয়া, আরিফুল ইসলাম উজ্জ্বল, শাকিল চৌধুরী, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম (ফরহাদ), অঞ্জনা আলম, মনোয়ার হোসেন, আলম শিমু, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী পাউন্ড, তুহিন মোল্লা প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ফ ত রহম ন ক ক ত র ক রহম ন ব এনপ ত র ক রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

সাত কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে এসব তারিখ প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।

চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।

আরও পড়ুনসাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, চলবে ভিন্ন মডেলে ১৭ মার্চ ২০২৫

সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। একই সঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: ইউজিসিকে চিঠি দিয়ে সাত করণীয় জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়০১ মে ২০২৫আরও পড়ুনসাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে১৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে শেখ হাসিনাসহ ১৯৩ জনের নামে টাঙ্গাইলের আদালতে মামলা
  • শেয়ারহোল্ডাররা পেলেন গ্রামীণফোনের নগদ লভ্যাংশ
  • নারী ও পুরুষ উভয় এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার
  • সাত কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
  • আন্দোলন শেষে ক্লাস পরীক্ষায় শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ১১ গ্রাম
  • সরকারি চাকরির পরীক্ষা একদিনে কেন
  • ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’
  • বেরোবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৪.৭৮ শতাংশ