লন্ডনে কোকো ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা তুলে দিলেন তারেক রহমান
Published: 19th, May 2025 GMT
লন্ডনে অনুষ্ঠিত ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর চ্যাম্পিয়ন হয়েছে ‘হবিগঞ্জ ফাইটার’। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন গ্রেটার ফরিদপুর। রোববার চ্যাম্পিয়ন, রানার্স আপসহ টুর্নামেন্টের অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোকোর বড় ভাই তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।
২০২৪ সালে লন্ডনে ১৬ দল নিয়ে বছরব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। যারা খেলাধুলার মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে।
তিনি আরও বলেন, আমরা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে তিন থেকে চার বিঘা জমি বের করে মাঠ করা হবে। যেখানে বাচ্চারা খেলবে, মুরুব্বিরা হাঁটবেন। স্কুলের সিলেবাসে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভূক্ত থাকবে। যার অর্থ খেলাধুলা তাকে করতেই হবে।
ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে গিয়ে তারেক রহমান বলেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কোকোর মধ্যে তার সবই উপস্থিত ছিলো। এছাড়া তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তিনি বলেন, সকলে মিলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। বিভিন্ন বিষয়ে মতপ্রার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কর্মসংস্থান তৈরি করতে হবে।
কোকো মেমোরিয়াল ট্রাস্ট-এর শরফরাজ আহেমদ শরফুর পরিচালনায় ও আবু নাসের শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সহসম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ত রহম ন ক ক ত র ক রহম ন ব এনপ ত র ক রহম ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শিশু রিয়া গোপ হত্যা, এক বছর পর মামলা
গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় নিজ বসতবাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু রিয়া গোপ। মৃত্যুর প্রায় এক বছর পর মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হলেও নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির আহমেদ।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই শহরের মন্ডলপাড়া থেকে ২ নং রেল গেট পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীরা মিছিল করছিল। বিকেল চারটায় আওয়ামী লীগের লোকজন সশস্ত্র অবস্থায় মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে।। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গুলশান হলের পেছনে ২৭, নয়ামাটি হোল্ডিংয়ের দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে খেলাধুলা করার সময় রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে শহরের ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রিয়া গোপের পরিবার মামলা করবেন বলে জানালেও পরে আর মামলা দায়ের করেনি। নারায়ণগঞ্জ সদর থানার কর্মকর্তা ওসি নাসির আহমেদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবারকে মামলা করতে বললে তারা জানান আত্মীয়স্বজনের সাথে আলাপ করে তারা মামলা করবেন। কিন্তু এরপরে তারা আর মামলা করেননি। তাই পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেছে। মামলার বাদী এসআই আবু রায়হান।
এদিকে মামলা দায়ের না করা প্রসঙ্গে রিয়ার মা বিউটি ঘোষ বলেন, মামলা করে কী হবে? কাদের নামে মামলা করবো? হত্যাকারী কে, আমরা জানি না। আমরা বিচার ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তার উপর।
দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া গোপ। দীপক স্থানীয় একটি হোসিয়ারিতে কাজ করেন। ২০১৯ সালে এই দম্পতির সংসারে আলো হয়ে আসে রিয়া। ২০২৪ সালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।