ম্যারাডোনার মৃত্যু নিয়ে মামলা: কাঠগড়ায় খোদ বিচারক
Published: 21st, May 2025 GMT
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসাকর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলার পর বিচার কার্যক্রমও শুরু হয় গত মার্চে। একজন বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় গতকাল এই মামলার বিচার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
বিবাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, ওই বিচারক এই মামলা নিয়ে বানানো একটি তথ্যচিত্রের সঙ্গে জড়িত, যেটা তাঁর নিরপেক্ষ থাকার দায়িত্বকে লঙ্ঘন করে। এ ছাড়া ঘুষ ও অবৈধ মাদক কেনাবেচায়ও এই বিচারকের সম্ভাব্য প্রভাব রাখার অভিযোগ তোলা হয়। এরপর আদালত বিচারপ্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেন। কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি জানিয়েছেন, ‘খুব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ইস্যু সমাধানে’ বিচারকার্যে এই বিরতি।
আরও পড়ুনমদরিচের জায়গায় ২ হাজার কোটি টাকার মিডফিল্ডারকে কেন চান আলোনসো ২ ঘণ্টা আগেবিবাদীপক্ষের দুই আইনজীবী বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে আপত্তি তুলে দুই মাসব্যাপী এই বিচারকার্য থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার দাবি তুলেছেন। মাকিনটাচের বিরুদ্ধে আরও অভিযোগ, আদালতকক্ষে ক্যামেরা ঢুকিয়েছেন এবং বিচারকার্যের ভিডিও ধারণ করা হয়েছে, যা আর্জেন্টিনায় নিষিদ্ধ।
মাকিনটাচ আইন লঙ্ঘন করেছেন কি না এবং করলেও কোন কোন বিষয়ে, সেসব এখন তদন্ত করে দেখবে কৌঁসুলিদের অফিস।
গতকাল আদালতকে মাকিনটাচ বলেছেন, তিনি ‘সবার ভাবনার কারণ বুঝতে পারছেন’। তবে আত্মপক্ষ সমর্থন করে মাকিনটাচ বলেছেন, ‘নিজের নিরপেক্ষতা নিয়ে আমি নিশ্চিত।’ যদিও তিনি এটাও বলেছেন, সন্দেহ তৈরি হলে বিচারকার্য থেকে সরে দাঁড়াবেন।
প্রধান বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাভারিনো জানিয়েছেন, আগামী ২৭ মার্চ বিচারকার্য আবার শুরু হবে।
আরও পড়ুনকাকা প্রস্তুত ব্রাজিল জাতীয় দলের জন্য ৪ ঘণ্টা আগে’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মস্তিস্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসে একটি ভাড়া করা বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পরই মারা যান ম্যারাডোনা। দিনের বেলায় যে সেবিকা ম্যারাডোনার সেবাযত্নে নিয়োজিত ছিলেন, তিনি কিংবদন্তিকে তাঁর বিছানায় মৃত হিসেবে পান। দীর্ঘদিন ধরে কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
ম্যারাডোনার শেষ দিনগুলোতে তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয় গত ১১ মার্চ। বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, শেষ দিনগুলোতে ম্যারাডোনার চিকিৎসায় ভীষণ অবহেলা করা হয়েছে। প্রমাণিত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
১৯৮৬ বিশ্বকাপ জিতে অমরত্ব নিশ্চিত করেছেন ম্যারাডোনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব চ রক র য ম ক নট চ
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরের একজনকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
আট বছর আগে শরীয়তপুরে একজনকে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বৃহস্পতিবার এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার। তাঁদের মধ্যে ছালমুল ও আমিনুল ছাড়া অন্য তিনজন পলাতক।
বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১৭ সালের ১২ জুলাই শরীয়তপুরে দুলাল হোসেন সরদার ও তাঁর ভাই দেলোয়ার হোসেন সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে দেলোয়ার সরদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দেলোয়ারের বাবা আবদুস সালাম সরদার বাদী হয়ে শরীয়তপুরের পালং থানায় একটি হত্যা মামলা করেন।
আইনজীবী সৈয়দ নাজমুল হুদা বলেন, দেলোয়ার সরদার হত্যা মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে মামলাটি ২০২৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এ পাঠানো হয়। আদালত ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। ৩১ জনের সাক্ষ্য নিয়ে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
নিহত দেলোয়ারের বাবা আবদুস সালাম সরদার প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি।’