ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসাকর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলার পর বিচার কার্যক্রমও শুরু হয় গত মার্চে। একজন বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় গতকাল এই মামলার বিচার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

বিবাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, ওই বিচারক এই মামলা নিয়ে বানানো একটি তথ্যচিত্রের সঙ্গে জড়িত, যেটা তাঁর নিরপেক্ষ থাকার দায়িত্বকে লঙ্ঘন করে। এ ছাড়া ঘুষ ও অবৈধ মাদক কেনাবেচায়ও এই বিচারকের সম্ভাব্য প্রভাব রাখার অভিযোগ তোলা হয়। এরপর আদালত বিচারপ্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেন। কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি জানিয়েছেন, ‘খুব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ইস্যু সমাধানে’ বিচারকার্যে এই বিরতি।

আরও পড়ুনমদরিচের জায়গায় ২ হাজার কোটি টাকার মিডফিল্ডারকে কেন চান আলোনসো ২ ঘণ্টা আগে

বিবাদীপক্ষের দুই আইনজীবী বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে আপত্তি তুলে দুই মাসব্যাপী এই বিচারকার্য থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার দাবি তুলেছেন। মাকিনটাচের বিরুদ্ধে আরও অভিযোগ, আদালতকক্ষে ক্যামেরা ঢুকিয়েছেন এবং বিচারকার্যের ভিডিও ধারণ করা হয়েছে, যা আর্জেন্টিনায় নিষিদ্ধ।

মাকিনটাচ আইন লঙ্ঘন করেছেন কি না এবং করলেও কোন কোন বিষয়ে, সেসব এখন তদন্ত করে দেখবে কৌঁসুলিদের অফিস।

গতকাল আদালতকে মাকিনটাচ বলেছেন, তিনি ‘সবার ভাবনার কারণ বুঝতে পারছেন’। তবে আত্মপক্ষ সমর্থন করে মাকিনটাচ বলেছেন, ‘নিজের নিরপেক্ষতা নিয়ে আমি নিশ্চিত।’ যদিও তিনি এটাও বলেছেন, সন্দেহ তৈরি হলে বিচারকার্য থেকে সরে দাঁড়াবেন।

প্রধান বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাভারিনো জানিয়েছেন, আগামী ২৭ মার্চ বিচারকার্য আবার শুরু হবে।

আরও পড়ুনকাকা প্রস্তুত ব্রাজিল জাতীয় দলের জন্য ৪ ঘণ্টা আগে

’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মস্তিস্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসে একটি ভাড়া করা বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পরই মারা যান ম্যারাডোনা। দিনের বেলায় যে সেবিকা ম্যারাডোনার সেবাযত্নে নিয়োজিত ছিলেন, তিনি কিংবদন্তিকে তাঁর বিছানায় মৃত হিসেবে পান। দীর্ঘদিন ধরে কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

ম্যারাডোনার শেষ দিনগুলোতে তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয় গত ১১ মার্চ। বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, শেষ দিনগুলোতে ম্যারাডোনার চিকিৎসায় ভীষণ অবহেলা করা হয়েছে। প্রমাণিত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

১৯৮৬ বিশ্বকাপ জিতে অমরত্ব নিশ্চিত করেছেন ম্যারাডোনা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ রক র য ম ক নট চ

এছাড়াও পড়ুন:

জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নয়

সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার কার্যক্রম লাইভ (সরাসরি) সম্প্রচারের ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম লাইভ স্ট্রিমিং ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং আইনসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।  

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রিট আবেদনে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলাগুলো যেন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়—তা চাওয়া হয়। ২১টি দেশে এই ব্যবস্থা চালু আছে। শুনানি নিয়ে আদালত রুল দিয়েছেন। পরবর্তী আদেশের জন্য আগামী ২৬ জুন দিন রেখেছেন আদালত।

চলতি বছরের শুরুতে পাঁচ আইনজীবী ও আইনের ছয় শিক্ষার্থী ওই রিট করেন। তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজকোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি, শামিম শাহিদি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সাব্বির হাসান।

সম্পর্কিত নিবন্ধ

  • প্লট বরাদ্দ নিয়ে দুদকের করা মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস
  • আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • শ্রেণিকক্ষে সিগারেট খাওয়া নিয়ে শিক্ষার্থীদের দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বিদ্যালয় বন্ধ
  • মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
  • ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের ওপর আদেশ পেছাল
  • দুদকের মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী
  • জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নয়
  • কিবরিয়া হত্যা মামলায় ৮ জন সাক্ষ্য দিলেন, সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় সাক্ষী অনুপস্থিত
  • রায়ের ৭ বছর পরও পলাতক মৃত্যুদণ্ডের ১৬ আসামি