ম্যারাডোনার মৃত্যু নিয়ে মামলা: কাঠগড়ায় খোদ বিচারক
Published: 21st, May 2025 GMT
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসাকর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলার পর বিচার কার্যক্রমও শুরু হয় গত মার্চে। একজন বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় গতকাল এই মামলার বিচার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
বিবাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, ওই বিচারক এই মামলা নিয়ে বানানো একটি তথ্যচিত্রের সঙ্গে জড়িত, যেটা তাঁর নিরপেক্ষ থাকার দায়িত্বকে লঙ্ঘন করে। এ ছাড়া ঘুষ ও অবৈধ মাদক কেনাবেচায়ও এই বিচারকের সম্ভাব্য প্রভাব রাখার অভিযোগ তোলা হয়। এরপর আদালত বিচারপ্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেন। কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি জানিয়েছেন, ‘খুব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ইস্যু সমাধানে’ বিচারকার্যে এই বিরতি।
আরও পড়ুনমদরিচের জায়গায় ২ হাজার কোটি টাকার মিডফিল্ডারকে কেন চান আলোনসো ২ ঘণ্টা আগেবিবাদীপক্ষের দুই আইনজীবী বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে আপত্তি তুলে দুই মাসব্যাপী এই বিচারকার্য থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার দাবি তুলেছেন। মাকিনটাচের বিরুদ্ধে আরও অভিযোগ, আদালতকক্ষে ক্যামেরা ঢুকিয়েছেন এবং বিচারকার্যের ভিডিও ধারণ করা হয়েছে, যা আর্জেন্টিনায় নিষিদ্ধ।
মাকিনটাচ আইন লঙ্ঘন করেছেন কি না এবং করলেও কোন কোন বিষয়ে, সেসব এখন তদন্ত করে দেখবে কৌঁসুলিদের অফিস।
গতকাল আদালতকে মাকিনটাচ বলেছেন, তিনি ‘সবার ভাবনার কারণ বুঝতে পারছেন’। তবে আত্মপক্ষ সমর্থন করে মাকিনটাচ বলেছেন, ‘নিজের নিরপেক্ষতা নিয়ে আমি নিশ্চিত।’ যদিও তিনি এটাও বলেছেন, সন্দেহ তৈরি হলে বিচারকার্য থেকে সরে দাঁড়াবেন।
প্রধান বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাভারিনো জানিয়েছেন, আগামী ২৭ মার্চ বিচারকার্য আবার শুরু হবে।
আরও পড়ুনকাকা প্রস্তুত ব্রাজিল জাতীয় দলের জন্য ৪ ঘণ্টা আগে’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মস্তিস্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসে একটি ভাড়া করা বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পরই মারা যান ম্যারাডোনা। দিনের বেলায় যে সেবিকা ম্যারাডোনার সেবাযত্নে নিয়োজিত ছিলেন, তিনি কিংবদন্তিকে তাঁর বিছানায় মৃত হিসেবে পান। দীর্ঘদিন ধরে কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।
ম্যারাডোনার শেষ দিনগুলোতে তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয় গত ১১ মার্চ। বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, শেষ দিনগুলোতে ম্যারাডোনার চিকিৎসায় ভীষণ অবহেলা করা হয়েছে। প্রমাণিত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
১৯৮৬ বিশ্বকাপ জিতে অমরত্ব নিশ্চিত করেছেন ম্যারাডোনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব চ রক র য ম ক নট চ
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরো পড়ুন:
ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়ার (৭৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় তার ছেলে জসিম উদ্দিনের। একপর্যায়ে ঘর থেকে কাঠ নিয়ে এসে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন জসিম উদ্দিন। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২০২৪ সালের ৭ অক্টোবর তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে আজ আদালত জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান সন্তোষ প্রকাশ করে বলেছেন, এ রায়ের মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন।
তবে, আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেছেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ঢাকা/পলাশ/রফিক