পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব- সংস্কার, বিচার ও ইলেকশন। তিনটিই কঠিন দায়িত্ব। ‌শুধু ইলেকশন করার জন্য আমরা দায়িত্বটা নিইনি। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দায়িত্ব পালন করতে পারছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অনেক দূর এসেছি। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টের উপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি। বিচারের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আগে ট্রাইব্যুনাল একটা ছিল, এখন দুইটি হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়ায় শেষ করতে চাই। এতে সবার সহযোগিতা চাই।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। সেই লক্ষ্য নিয়েই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজেই নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ হওয়ার প্রয়োজন ছিল না। কারণ বারবারই বলা হচ্ছে, একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে।’

আপনারা কোন চাপে আছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা পারফর্ম করতে পারছি কিনা- আমাদের বিবেচনা ও বিবেকে ওইটাই একমাত্র চাপ। আপনি চাইলেই হঠাৎ করে সচিবালায় যেতে পারবেন না। অথচ এ রকম অনেক দাবি আছে, যেগুলো রাস্তা বন্ধ না করে আলাপ-আলোচনার মধ্যেই সমাধান করা যায়।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত দাবি আছে, তা নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। আমরা ক্ষমতা নিইনি, জাতীয় দায়িত্ব পালন করছি। এই দায়িত্বটা তখনই পালন করতে পারব যখন সকলের সহযোগিতা পাব। আমরা চিন্তা করেছি, আসলেই আমরা দায়িত্ব পালন করতে পারছি কিনা। বড় দাগে তিনটা দায়িত্ব পালন করার জন্য যে প্রতিবন্ধকতা হচ্ছে, এই প্রতিবন্ধকতা আমরা কীভাবে মোকাবিলা করব, আদৌ মোকাবিলা করতে পারবো কিনা, যদি মোকাবিলা করতে পারি- কীভাবে করব, যদি মোকাবিলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে- আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি না পারি, আমাদের নিজস্ব অনেক কাজ আছে, আমরা সেই কাজে ফিরে যাব। দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্বে থাকাটা আর প্রাসঙ্গিক থাকছে না।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জওয় ন উপদ ষ ট উপদ ষ ট র র জন আম দ র র জন য র জওয

এছাড়াও পড়ুন:

জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র বাংলাদেশ ইমার্জিং দলের

চট্টগ্রামে প্রথম আনঅফিসিয়াল চারদিনের টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ ইমার্জিং দলকে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টিতে খেলা অসম্পূর্ণ থাকায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৩০৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৩ রানে, ফলে ৬৫ রানের লিড পায় স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৫ রান সংগ্রহ করেছিল। চতুর্থ দিন সকালে শুরুতেই ধস নামে ব্যাটিংয়ে। একে একে সাজঘরে ফেরেন আইচ মোল্লা (১১), শাহাদাত হোসেন (২) ও আরিফুল ইসলাম (১৪)।

তবে ষষ্ঠ উইকেটে পরিস্থিতি সামাল দেন প্রীতম কুমার ও মঈন খান। এই জুটি ৪২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখে দলের স্কোরবোর্ডে। যখন ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান, তখনই বৃষ্টির হানা। বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। অপরাজিত থাকেন প্রীতম (২১*) ও মঈন (১৮*)। দক্ষিণ আফ্রিকার হয়ে সিমেলেনে ও এনটুলি ২টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান প্রথম ইনিংসে ২১ ওভার বল করে মাত্র ৬৪ রান খরচায় শিকার করেন ৭টি উইকেট। অসাধারণ এই বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।

এই সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে আগামী ২৭ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সম্পর্কিত নিবন্ধ