যমুনার পাড় ধসে নিখোঁজ মাঝির লাশ ৫ দিন পর উদ্ধার
Published: 24th, May 2025 GMT
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে লাশটি ভেসে ওঠে।
ওই মাঝির নাম সুমন দাস (২২)। তিনি চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুরেন চন্দ্র দাস।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে সুমন দাস ফুটানি বাজার ঘাট থেকে নৌকায় যাত্রী নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটের উদ্দেশে রওনা হন। মাঝপথে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে তিনি নৌকাটি উপজেলার চিকাজানি ইউনিয়নের খানপাড়া এলাকায় নদীর তীরে ভেড়ান। এ সময় নৌকা বাঁধতে গিয়ে তিনি নদীর পাড়ে ওঠেন। হঠাৎ করে পাড় ধসে পড়লে সুমন নদীতে পড়ে যান এবং স্রোতের মধ্যে তলিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুরে স্থানীয় লোকজন ফুটানি বাজার এলাকায় যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি নিখোঁজ সুমন দাসের লাশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়েছে। এটি সুমন দাসের লাশ বলে শনাক্ত করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।