জাফর পানাহির সর্বশেষ চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (It Was Just an Accident) এবারের ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম (Palme d'Or) জিতে নিয়েছে। এই সিনেমাটি ইরানি সমাজে নিপীড়ন, রাজনৈতিক বন্দিত্ব এবং ন্যায়বিচারের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত একটি প্রতিশোধমূলক থ্রিলার।

গল্পে যা আছে
সিনেমার শুরুতে দেখা যায়, এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রী ও কন্যাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটি কুকুরকে চাপা দিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়ির ক্ষতি মেরামতের জন্য তিনি একটি গ্যারেজে যান, যেখানে মেকানিক ভাহিদ তার পা খোঁড়া দেখে সন্দেহ করেন যে এই ব্যক্তি সেই নির্যাতক, যিনি তাকে কারাগারে নির্যাতন করেছিলেন। ভাহিদ তাকে অপহরণ করে এবং তার পরিচয় নিশ্চিত করতে আরও কয়েকজন প্রাক্তন বন্দিকে ডেকে আনেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, এই ব্যক্তি তাদের নির্যাতক কিনা এবং তাকে শাস্তি দেওয়া উচিত হবে কিনা।

থিম ও বার্তা
সিনেমাটি প্রতিশোধ, ন্যায়বিচার এবং ক্ষমার জটিল প্রশ্নগুলোকে কেন্দ্র করে নির্মিত। এটি দেখায় কিভাবে দীর্ঘদিনের নির্যাতন ও অবিচার মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়, এবং সেই আগুন কিভাবে ন্যায়বিচারের সীমারেখা অতিক্রম করতে পারে। পানাহি তার নিজস্ব অভিজ্ঞতা—কারাবাস, গৃহবন্দিত্ব এবং চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা—থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন।

নির্মাণ প্রেক্ষাপট
জাফর পানাহি ইরানে সরকারি অনুমতি ছাড়াই এই সিনেমাটি নির্মাণ করেছেন, যা তার সাহসী প্রতিরোধের প্রতীক। তিনি অতীতে গৃহবন্দিত্বে থাকাকালীন কেকের ভেতরে পেনড্রাইভে করে তার সিনেমা আন্তর্জাতিক উৎসবে পাঠিয়েছেন। এই সিনেমাটিও তার সেই প্রতিরোধের ধারাবাহিকতা।

কান উৎসবে প্রতিক্রিয়া
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ কান উৎসবে প্রদর্শিত হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে ১০ মিনিট ধরে করতালি দিয়েছেন। পানাহি তার বক্তব্যে বলেন, “আমি এখানে উপস্থিত হতে পেরে আনন্দিত, কিন্তু ইরানে এখনও অনেক শিল্পী কারাবন্দি। আমি কিভাবে আনন্দিত হতে পারি, যখন তারা এখনও বন্দি?”


এই সিনেমাটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি প্রতিবাদ, একটি প্রতিরোধ, এবং একটি সাহসী কণ্ঠস্বর। জাফর পানাহি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, শিল্প কখনও থেমে থাকে না; এটি সবসময় সত্যের পক্ষে কথা বলে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব এই স ন ম ট চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি: নাজিফা তুষি

এক দশকের মিডিয়া ক্যারিয়ার। সৌন্দর্য ও মেধার যোগসূত্র হলে যে ভালো কিছু হয়, তার প্রমাণ তিনি দিয়েছেন অনেক আগেই। রূপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। একটি সিনেমায় করেছেন বাজিমাত। এরপর রচিত হয় শুধুই এগিয়ে চলার গল্প। 

বলছি, নাজিফা তুষির কথা। নিজের কাজ নিয়ে বরাবরই প্রচারবিমুখ তিনি। বেশ বিরতির পর নতুন কাজের খবর দিলেন এই অভিনেত্রী। কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত সিনেমা ‘রঙ্গমালা। ওই সিনেমায় অভিনয় করছেন তিনি। 

২০২৩-২৪ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন এন রাশেদ চৌধুরী। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সিনেমায়। এতে রঙ্গমালা চরিত্রে দেখা যাবে তুষিকে। ইতোমধ্যে শেষ হয়েছে এর প্রথম লটের দৃশ্যধারণ। 

নতুন সিনেমা নিয়ে তুষি বলেন, ‘পিরিয়ডিক্যাল কাজের প্রতি আমার এক ধরনের দুবর্লতা ছিল। ‘সখী রঙ্গমালা’ কাজটির মাধ্যমে তা পূরণ হয়েছে। নির্মাতা রাশেদ চৌধুরীর কাজের এক ধরনের প্যার্টান আছে। এটি আমার ভালো লাগে। শাহীন আক্তারের উপন্যাসটি নোয়াখালী বেইজড করে লেখা। রঙ্গমালা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এ রকম একটি মিথিক্যাল চরিত্র, পিরিয়ডিক কাজ, আমি নিজেও নোয়াখালীর মেয়ে– এমন একটি সিনেমায় কাজ করা আমার জন্য আনন্দের।’

তিনি আরও বলেন, প্রায় দুইশ বছর আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, কাজটা আমার করা উচিত। যদিও এ ধরনের কাজের দর্শক অনেক কম। এটি মাথায় রেখেই সিনেমাটি করছি। সব কাজেই এক ধরনের অডিয়েন্স আছে, এটি আমি বিশ্বাস করি। এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি। আমি চাই একটি কাজ থেকে আরেকটি কাজ যেন আলাদা লাগে। সবকিছুই মিলেই কাজটি করতে রাজি হয়েছি।  

বলা দরকার, ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক তুষির। এরপর দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। মাঝে মেজবাউর রহমান সুমনের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ওই সিনেমার। আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও এটি এখনও প্রকাশ হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • ইশরাকের শপথের উদ্যোগ নেই, ফের নগর ভবনে সমর্থকরা
  • গাজায় ত্রাণের ট্রাকের কাছে ইসরায়েলের ড্রোন হামলা
  • শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব নিরসনে রাজপথ অবরোধ সঠিক নয়: সচিব
  • সাগরে লঘুচাপের শঙ্কা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
  • ব্রাজিল কাপে সান্তোসের স্বপ্নভঙ্গ, নেইমারের ভবিষ্যত অনিশ্চিত
  • কবি জসীম উদ্‌দীন ও কবর কবিতা
  • আমরা এখনও ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলিনি: হাসনাত আবদুল্লাহ
  • এলোমেলো ক্রিকেট, দুরবস্থা মানসিকতাতেও
  • এক ধরনের অভিজ্ঞতা নিতেই কাজটি করছি: নাজিফা তুষি