জাফর পানাহির সর্বশেষ চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (It Was Just an Accident) এবারের ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম (Palme d'Or) জিতে নিয়েছে। এই সিনেমাটি ইরানি সমাজে নিপীড়ন, রাজনৈতিক বন্দিত্ব এবং ন্যায়বিচারের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত একটি প্রতিশোধমূলক থ্রিলার।

গল্পে যা আছে
সিনেমার শুরুতে দেখা যায়, এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রী ও কন্যাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটি কুকুরকে চাপা দিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়ির ক্ষতি মেরামতের জন্য তিনি একটি গ্যারেজে যান, যেখানে মেকানিক ভাহিদ তার পা খোঁড়া দেখে সন্দেহ করেন যে এই ব্যক্তি সেই নির্যাতক, যিনি তাকে কারাগারে নির্যাতন করেছিলেন। ভাহিদ তাকে অপহরণ করে এবং তার পরিচয় নিশ্চিত করতে আরও কয়েকজন প্রাক্তন বন্দিকে ডেকে আনেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, এই ব্যক্তি তাদের নির্যাতক কিনা এবং তাকে শাস্তি দেওয়া উচিত হবে কিনা।

থিম ও বার্তা
সিনেমাটি প্রতিশোধ, ন্যায়বিচার এবং ক্ষমার জটিল প্রশ্নগুলোকে কেন্দ্র করে নির্মিত। এটি দেখায় কিভাবে দীর্ঘদিনের নির্যাতন ও অবিচার মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়, এবং সেই আগুন কিভাবে ন্যায়বিচারের সীমারেখা অতিক্রম করতে পারে। পানাহি তার নিজস্ব অভিজ্ঞতা—কারাবাস, গৃহবন্দিত্ব এবং চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা—থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন।

নির্মাণ প্রেক্ষাপট
জাফর পানাহি ইরানে সরকারি অনুমতি ছাড়াই এই সিনেমাটি নির্মাণ করেছেন, যা তার সাহসী প্রতিরোধের প্রতীক। তিনি অতীতে গৃহবন্দিত্বে থাকাকালীন কেকের ভেতরে পেনড্রাইভে করে তার সিনেমা আন্তর্জাতিক উৎসবে পাঠিয়েছেন। এই সিনেমাটিও তার সেই প্রতিরোধের ধারাবাহিকতা।

কান উৎসবে প্রতিক্রিয়া
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ কান উৎসবে প্রদর্শিত হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে ১০ মিনিট ধরে করতালি দিয়েছেন। পানাহি তার বক্তব্যে বলেন, “আমি এখানে উপস্থিত হতে পেরে আনন্দিত, কিন্তু ইরানে এখনও অনেক শিল্পী কারাবন্দি। আমি কিভাবে আনন্দিত হতে পারি, যখন তারা এখনও বন্দি?”


এই সিনেমাটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি প্রতিবাদ, একটি প্রতিরোধ, এবং একটি সাহসী কণ্ঠস্বর। জাফর পানাহি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, শিল্প কখনও থেমে থাকে না; এটি সবসময় সত্যের পক্ষে কথা বলে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব এই স ন ম ট চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশের শান্তি আসবে না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না। যতদিন চরিত্রবান, আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক লোক চেয়ারে বসবে না ততদিন পর্যন্ত এ দেশে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না। তিনি আরও বলেন, ‘দেশে যে পরিবেশ আছে, তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিৎ। যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে মনে করব জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ‘প্রশাসনকে এখনও ঢেলে সাজানো হয়নি। সুতরাং দুই দিন আগে হোক আর পরে হোক সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সংস্কার, বিচার ও নির্বাচন- এই তিন দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম।’

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেস করতে পারবে। রাস্তায় হরতাল করতে হবে না। 

বিএনপিকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। বিএনপির কি গুণ? নয় মাসে দেড়শ খুন। চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে। এটা কি দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম? আমরা চাই এ দেশ শান্ত হোক। সবার অধিকার বাস্তবায়ন হোক। মানুষ যেন চাঁদাহীন একটা জীবন যাপন করতে পারেন।’ 

এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ?
  • দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম
  • চর্যাগানের সুরে আদি সংস্কৃতির দ্যোতনা
  • স্বর্ণ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায়
  • বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলছে তারুণ্যের উৎসব
  • চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু
  • লাঙ্গলবন্দে মন্দিরের কমিটি দখলে সন্ত্রাসী হামলা, মামলায় আসামী ১৭
  • ১১ বছর পেরিয়ে গেলেও দগদগে ব্রাজিলের সেই ক্ষত
  • একুশ বছরে বাতিঘর, উৎসবে সাজবে কাল