বরিশালে মেডিকেল ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার
Published: 25th, May 2025 GMT
অতিরিক্ত পড়াশোনার চাপ সহ্য করতে না পারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র সজীব বাড়ৈই আত্মহত্যা করেছেন। নিজেই শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে এর কারণ জানিয়ে গেছেন।
রবিবার (২৫ মে) সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শশ্মানে নিহত সজীবের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ সময় ওই এলাকায় শোক নেমে আসে।
সজীবের প্রতিবেশী সাংবাদিক ওমর আলী সানী জানান, নিহত সজীব বাকাল গ্রামের বাসিন্দা ব্রেন টিউমারে আক্রান্ত সুধীর বাড়ৈর ছেলে। সজীবের বাবা আগৈলঝাড়া উপজেলা সদরের সাথী টেইলার্সের মালিক। দীর্ঘদিন তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন দুরারোগ্যব্যধিতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আসেন। পরিবারের বড় সন্তান সজীব। এলাকার বিত্তশালীদের সহযোগিতায় তার পড়াশুনা চলছিল।
আরো পড়ুন:
রোগী সেজে জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
নিহত সজীবের রুমমেট সুমন হালদার জানান, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজের শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন সজীব বাড়ৈ। পড়াশুনার অতিরিক্ত চাপে সজিব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। তিনি তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিলেন। তার ব্যাচের শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করছেন। গত ২২ মে দিবাগত রাতে শিরায় বিষাক্ত ওষুধ পুশ করেন তিনি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ মে) বিকেলে সজীব বাড়ৈ মারা যান।
সুমন হালদার আরো জানান, সজীব বাড়ৈ ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন। মারা যাওয়ার আগে সজীব একটি চিরকুট লিখে গেছেন। তাতে তিনি লিখেছেন, ‘‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’’
রবিবার (২৫ মে) দুপুরে কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষু অবস্থায় সজীবকে ঢাকায় পাঠানো হয়েছিল।
ঢাকা/পলাশ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জেতালেন পেরেরা–রাজা
শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচটি হেরেছে তারা ৬ উইকেটে।
রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।
রিশাদের উইকেট পাওয়ার উচ্ছ্বাস