নিজ খামারের পাঁচটি গরু নিয়ে রোববার সকালে হরগজ হাটে এসেছেন মো. আজম আলী। বিকেল পর্যন্ত কোনোটিই বিক্রি হয়নি। সবগুলো গরুর দামই দেড় লাখ টাকার ওপরে। ক্রেতারা ৯০ হাজার থেকে এক লাখের বেশি দাম বলছেন না। এ নিয়ে হতাশার কথা জানান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামের এই ব্যক্তি।
জেলার সাটুরিয়ার হরগজ হাটটি উপজেলার বৃহত্তম। এখানে আসার আগে আরও দুটি হাট ঘুরে এসেছেন আজম আলী। তিনি বলেন, যে খরচ হয়েছে, দেড় লাখের নিচে বিক্রি করলে তাঁর লোকসান হবে। আশা অনুযায়ী দাম না পাওয়ায় মন খারাপ তাঁর।
এই হাটে আসা বিক্রেতাদের বেশির ভাগই হতাশ। তারা বলছেন, হাটজুড়ে গরু আর গরু। কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা কম। তাই আশা অনুযায়ী দর হাঁকছেন না কেউই। বিশেষ করে গরু নিয়ে আসা ব্যক্তিদের মধ্যেই হতাশা বেশি। তারা বলছেন, স্থানীয় কোরবানিদাতারা ছোট ও মাঝারি গরুই বেশি কিনছেন।
তাদের মতোই পরিস্থিতিতে পড়েছেন মুন্সীগঞ্জের খামারিরা। মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দির খামার মালিক মো.

রোস্তম শেখের ভাষ্য, গত কোরবানির ঈদের এক মাস আগেই তাঁর ৮টি গরু খামার থেকে বিক্রি করেছেন। এবার ঈদের দুই সপ্তাহ বাকি। রোববার পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেননি। খামারেই আছে এবারের জন্য প্রস্তুত করা ২১টি গরু।
একই এলাকার খামারে ২২টি গরু কোরবানির জন্য তৈরি করেছেন শিল্পী বেগম। তিনি জানান, বিগত বছরগুলোতে পাইকার ও ক্রেতারা ভিড় জমাতো খামারে ও বাড়িতে। এবার ঈদের দুই সপ্তাহের কম সময় বাকি। কোনো পাইকার বা ক্রেতা আসেনি।
মিরকাদিমের খামারের মালিক ইমন ব্যাপারী জানান, এ বছর ৭০টি গরু প্রস্তুত করেছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার লোকজন আসছে, দামাদামি করছে। ভারত থেকে এবার গরু না এলে ভালো দাম পাওয়ার আশা করছেন। 
সবারই দুশ্চিন্তা বড় গরু বিক্রি নিয়ে। তবে ছোট ও মাঝারি গরুর বিক্রেতাদের অনেকেই সন্তুষ্ট। মানিকগঞ্জর সদর থেকে রোববার হরগজ হাটে গরু নিয়ে আসা মো. ইউনুচ আলী বলেন, বাড়িতে লালন-পালন করা মাঝারি আকারের ষাঁড় বিক্রি করেছেন। এক লাখ টাকা দাম চাইলেও তাঁকে বিক্রি করতে হয়েছে ৯০ হাজার টাকায়। এই দামে তিনি সন্তুষ্ট।
একই হাট থেকে ৭০ হাজার টাকায় কেনা বকনা গরু নিয়ে ফিরছিলেন সাজাহান মিয়া। তিনি এসেছিলেন ঢাকার ধামরাই উপজেলার কুশরা থেকে। তাঁর ধারণা, গরুটিতে প্রায় তিন মণ মাংস হবে। গতবার একই আকারের গরুর বিক্রি হয়েছে ৬০-৬৫ হাজার টাকায়।
মুন্সীগঞ্জ জেলায় এবার কোরবানির পশুর হাট বসছে ৩৯টি। এর মধ্যে অস্থায়ী হাট ৩১টি, স্থায়ী হাট ৮টি। কোরবানির ঈদ ঘিরে সব হাটেই বেচাকেনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এর বাইরে খামারগুলো থেকে সরাসরি গরু-ছাগল
বেচাকেনার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন। সেখানেও বিক্রি হচ্ছে।
এ বছর ৮১ হাজার ৭৭৫টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। তাঁর দেওয়া তথ্যমতে, এগুলোর মধ্যে গরু ৬৯ হাজার ৮৭৭টি, ছাগল ১৮ হাজার ৬৩৭টি, ভেড়া ৩ হাজার ১৩৯টি ও মহিষ ২২২টি। এই কর্মকর্তা বলেন, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা ৬৯ হাজার ৭৭০টি। উদ্বৃত্ত থাকবে ১২ হাজার ১০৫টি পশু। অন্যদিকে এবার মিরকাদিমের ধবল গরু রয়েছে ২০০টি। এগুলোর বেশির ভাই বিক্রি হবে রাজধানীর পুরান ঢাকার রহমতগঞ্জের হাটে। ৩৯টি পশুর হাটে সেবাদানের জন্য প্রাণিসম্পদ বিভাগ ৩৯টি চিকিৎসক দল তৈরি রেখেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গর ক রব ন র প রস ত ত ন র জন য কর ছ ন

এছাড়াও পড়ুন:

চীন সফরে জামায়াত আমির

চীন সফরে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে তাঁর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে যাত্রা করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা। ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের। গত মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেন। 

বন্যার্তের পাশে দাঁড়ানোর আহ্বান

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি বিবৃতিতে বলেন, বিভিন্ন জেলায় বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বিচ্ছিন্ন। 

জামায়াত আমির বলেছেন, দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। 

সম্পর্কিত নিবন্ধ