নিবন্ধন পরিদপ্তরের সাবেক আইজিপি ও সাবেক ডেপুটি স্পিকারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 27th, May 2025 GMT
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিপি) খান মো. আবদুল মান্নান ও তাঁর স্ত্রী শাকিলা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ ছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তাঁর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিম শামসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সাব-রেজিস্ট্রার নিয়োগ বদলি, কয়েক শ নকলনবিশ নিয়োগ ও কয়েক হাজার দলিল লেখকের লাইসেন্স বিক্রির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটবে বলা হয়। ২০১২ সালের ১৫ মার্চ নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ জেলা জজ খান মো. আবদুল মান্নান।
সাবেক ডেপুটি স্পিকারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তাঁর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিম শামসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। তাতে বলা হয়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক। তিনি জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গত বছরের ১৪ আগস্ট সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫