Prothomalo:
2025-05-29@02:02:11 GMT

কোরআন কেন আরবি ভাষায়

Published: 28th, May 2025 GMT

পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এর পেছনে যে গভীর তাৎপর্য রয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতেই তার ব্যাখ্যা করেছে।

মহানবী (সা.)–এর সম্প্রদায়ের ভাষা

মহানবী (সা.) আরবের মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রথম শ্রোতা ছিলেন মক্কা ও তার আশপাশের আরব সম্প্রদায়। তাই তাদের কাছে আল্লাহর বাণী স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য কোরআন আরবি ভাষাতেই নাজিল হয়। কোরআনে আছে, ‘আমি প্রত্যেক রাসুলকে তার সম্প্রদায়ের ভাষায় পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বাণী স্পষ্টভাবে পৌঁছে দিতে পারে।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৪)

কোরআনের আরেকটি আয়াতে আছে, ‘নিশ্চয়ই আমি এটিকে আরবি কোরআন করেছি, যাতে তোমরা বুঝতে পারো।’ (সুরা জুখরুফ, আয়াত: ৩)

এই আয়াত স্পষ্ট করে, প্রত্যেক নবী তাঁর সম্প্রদায়ের ভাষায় বাণী নিয়ে এসেছেন, যাতে মানুষ সহজে তা বুঝতে পারে। মক্কার লোকদের জন্য আরবি ছিল সবচেয়ে উপযুক্ত মাধ্যম।

কোরআন আরবি ভাষায় না হলে মক্কার লোকেরা এর বিরোধিতা করত। তারা প্রশ্ন তুলত যে, কেন একজন আরব রাসুলের কাছে অনারবি ভাষায় কিতাব নাজিল হলো।আরও পড়ুনকোরআন বোঝা কি কঠিন০২ মে ২০২৫

মক্কা ও আশপাশের লোকদের সতর্ক করা

কোরআনের প্রাথমিক উদ্দেশ্য ছিল মক্কা ও তার আশপাশের মানুষকে সতর্ক করা এবং তাদের আল্লাহর পথে আহ্বান করা। এ বিষয়ে কোরআন বলে, ‘এভাবেই আমি তোমার প্রতি আরবি কোরআন নাজিল করেছি, যাতে তুমি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করতে পারো এবং সেই সমবেত হওয়ার দিন সম্পর্কে সতর্ক করতে পার, যাতে কোনো সন্দেহ নেই—একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে।’ (সুরা আশ-শুরা, আয়াত: ৭)

এই আয়াত থেকে বোঝা যায়, কোরআন আরবি ভাষায় নাজিল হওয়া ছিল মক্কার মানুষের কাছে বাণী পৌঁছানোর একটি কৌশলগত পদক্ষেপ।

কোরআন বলে, ‘এভাবেই আমি তোমার প্রতি আরবি কোরআন নাজিল করেছি, যাতে তুমি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করতে পারো।’(সুরা আশ-শুরা, আয়াত: ৭)আরও পড়ুনপ্রাঞ্জল বাংলা অনুবাদে কোরআন১৫ ফেব্রুয়ারি ২০২৫

কোরআন অনারবি হলে প্রতিক্রিয়া

কোরআন আরবি ভাষায় না হলে মক্কার লোকেরা এর বিরোধিতা করত। তারা প্রশ্ন তুলত যে, কেন একজন আরব রাসুলের কাছে অনারবি ভাষায় কিতাব নাজিল হলো। কোরআন এই সম্ভাব্য আপত্তির জবাবে বলে: ‘যদি আমি এটিকে অনারবি কোরআন করতাম, তবে তারা বলত, ‘কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় বিশদভাবে ব্যাখ্যা করা হলো না? এ কি অনারবি ভাষায় আর আরব রাসুল?’ বলো, ‘যারা ঈমান এনেছে, তাদের জন্য এটি হিদায়াত ও শিফা।’ (সুরা ফুসসিলাত, আয়াত: ৪৪)

এই আয়াত থেকে বোঝা যায়, আরবি ভাষায় কোরআন নাজিল হওয়া ছিল মানুষের মনের সন্দেহ দূর করার জন্যও জরুরি।

আরও পড়ুনসহজে কোরআন বোঝার পাঁচটি কৌশল০৩ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও ত র আশপ শ র ক রআন আরব ক রআন ব র জন য ন আরব আরব র

এছাড়াও পড়ুন:

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘বাকযুদ্ধ’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ দ্রুত অবসানের আশা ক্রমশ ম্লান হতে যাওয়ায় ‘বাকযুদ্ধে’ জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও মস্কো। খবর আল জাজিরার।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে ‘আগুন নিয়ে খেলছেন’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর, মস্কোর একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ট্রাম্পকে তিরস্কার করেছেন এবং আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) রাতে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধই একমাত্র ‘সত্যিকার খারাপ জিনিস।’ ট্রাম্প এর আগে সোশ্যাল মিডিয়ায় পুতিনের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলেছিলেন যে, তার হস্তক্ষেপ ছাড়া ‘রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটতো’। 

আরো পড়ুন:

পুতিন ‘আগুন’ নিয়ে খেলছেন: ট্রাম্প

পুতিন পাগল হয়ে গেছেন: ট্রাম্প

মঙ্গলবার (২৭ মে) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে বলেন, “ভ্লাদিমির পুতিন যা বুঝতে পারেন না তা হলো, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত এবং আমি বলতে চাইছি সত্যিই খারাপ কিছু। তিনি আগুন নিয়ে খেলছেন।” 

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি কেবল একটি সত্যিকার খারাপ জিনিস সম্পর্কে জানি- তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প এটি বুঝতে পেরেছেন!”

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং পুতিনের একজন গুরুত্বপূর্ণ মিত্র। মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার কঠোর মন্তব্যের জন্য পরিচিত।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে তিনি বারবার সতর্ক করে বলেছেন যে, মস্কো তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

২০২৪ সালের মার্চ মাসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনাও তুলে ধরেন। সেসময় তিনি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সতর্ক করে দেন যে, কেউ যদি ইউক্রেনের সমর্থনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তাহলে এটি ঘটতে পারে।

এর আগে গত রবিবার (২৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, যুদ্ধবিরতির জোড়ালো আহ্বান ও শান্তিচুক্তির জন্য ওয়াশিংটনের মধ্যস্থতার মধ্যেও ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়ে পুতিন ‘একেবারে পাগল’ হয়ে গেছেন।

ট্রাম্প তার রবিবারের পোস্টে বলেন, “রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু ঘটেছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন! তিনি অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছেন- শুধু সৈনিক নয়, বেসামরিক নাগরিকও। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে।” 

তবে, রবিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের সমালোচনাকে ‘আবেগজনিত অতিরিক্ত চাপ’ বলে উড়িয়ে দেন।

এদিকে, গতকাল মঙ্গলবার কিয়েভ আবারো যুদ্ধক্ষেত্রে ধাক্কা খেয়েছে। রাশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলের চারটি গ্রাম দখল করে নিয়েছে।

সুমির গভর্নর ওলেহ হ্রাইহোরভ ফেসবুকে লিখেছেন, নোভেনকে, বাসিভকা, ভেসেলিভকা এবং ঝুরাভকা গ্রাম রাশিয়া দখল করেছে, যদিও বাসিন্দাদের অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা নিকটবর্তী বিলোভোদি গ্রামটিও দখল করেছে, যা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনীয় ভূখণ্ডে আরো অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে বলে আসছিলেন যে, রাশিয়ান সৈন্যরা সুমি অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে, যার প্রধান শহরটি রাশিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) এরও কম দূরে অবস্থিত।

ইউক্রেনীয় বাহিনী গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের জন্য সুমি অঞ্চলকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করেছিল। গত মাসে কুরস্কে রাশিয়ান বাহিনী কর্তৃক বিতাড়িত হওয়ার আগে ইউক্রেনীয় বাহিনী সেখানে বিশাল এলাকা দখল করেছিল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • মস্কো থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’
  • বাংলাদেশ ব্যাংকে আয়নাবাজি
  • ভুয়া নিয়োগে একযুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি
  •  বলয় নাটকের জোড়া মঞ্চায়ন
  • আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না: সায়ান
  • রসিকের অপসারিত জনপ্রতিনিধিদের পুনর্বহালে ৭ দিনের আল্টিমেটাম 
  • ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতির ‘গডমাদার’, গাজায় বসতি নিয়ে কী তাঁর ভাবনা
  • রাজবাড়ীতে হাটের আধিপত্য নিয়ে হামলায় আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘বাকযুদ্ধ’