ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করেছে পাকিস্তান
Published: 10th, May 2025 GMT
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
স্থানীয় সময় শনিবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান জবাব দেয়!!”
ইসলামাবাদ তাদের প্রতিশোধকে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ বলে অভিহিত করেছে।
আরো পড়ুন:
ভারতে ইউটিউবে বন্ধ যমুনাসহ বাংলাদেশি চার টিভি চ্যানেল
রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
এই অভিযানের নামকরণ করা হয়েছে, একটি কোরআনের আয়াতের নামানুসারে, যার অর্থ ‘অটুট প্রাচীর’।
পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি এবং উধমপুর বিমান বাহিনী স্টেশনে আঘাত হেনেছে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘চোখের বদলে চোখ’ প্রতিশোধ হিসেবে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গেজেট বুধবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ।
আরো পড়ুন:
রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর
তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
তিনি বলেন, “রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, সেই নির্বাচিতদের গ্যাজেট আজই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে।”
তিনি আরো বলেন, “রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রাধ্যক্ষরা।”
প্রতিনিধিরা কত টাকা করে বরাদ্দ পাবেন- জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সবকিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে, তার ওপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমাণ বাজেট দেব।”
সাড়ে ৩ দশক পর গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
ঢাকা/ফাহিম/মেহেদী