ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করেছে পাকিস্তান
Published: 10th, May 2025 GMT
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
স্থানীয় সময় শনিবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান জবাব দেয়!!”
ইসলামাবাদ তাদের প্রতিশোধকে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ বলে অভিহিত করেছে।
আরো পড়ুন:
ভারতে ইউটিউবে বন্ধ যমুনাসহ বাংলাদেশি চার টিভি চ্যানেল
রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
এই অভিযানের নামকরণ করা হয়েছে, একটি কোরআনের আয়াতের নামানুসারে, যার অর্থ ‘অটুট প্রাচীর’।
পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি এবং উধমপুর বিমান বাহিনী স্টেশনে আঘাত হেনেছে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘চোখের বদলে চোখ’ প্রতিশোধ হিসেবে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গুলশানে গ্রেপ্তার
লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সেলিনা ইসলামকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা মামলা আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলায় তাঁদের বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে পাপুল, সেলিনাসহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০২০ সালের ১১ নভেম্বর দুদক মামলা করেছিল।
আরও পড়ুনকুয়েতে দণ্ডিত পাপুলের আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান তাঁর স্ত্রী২২ নভেম্বর ২০২৩এদিকে মানব পাচারের অভিযোগে ২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। ২০২১ সালের ২৮ জানুয়ারি তাঁকে সাজা দেন কুয়েতের ফৌজদারি আদালত। রায়ে শহিদকে চার বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন দেশটির আদালত। তখন থেকে কুয়েতের কারাগারে আছেন পাপুল।
আরও পড়ুনশুধু টাকার জোরেই...২৪ জুন ২০২০