‘ওরা তো শুধুই বাচ্চা ছিল’: ইসরায়েলি হামলায় নিহত ছেলের শোকে কাতর মা
Published: 12th, July 2025 GMT
ইমান আল–নূরির সবচেয়ে ছোট ছেলে দুই বছর বয়সী সিরাজ। গত বৃহস্পতিবার ক্ষুধার চোটে তার ঘুম ভেঙে যায়। কাঁদতে কাঁদতে মায়ের কাছে খাবার চায় সে।
খাবার সংগ্রহে সিরাজের ১৪ বছর বয়সী খালাতো বোন শামা তাকে ও তার (সিরাজের) বড় দুই ভাই ওমর (৯) ও আমিরকে (৫) গাজার দেইর আল–বালাহর আলতায়ারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে রাজি হয়।
৩২ বছর বয়সী ইমান আল–নূরি পাঁচ সন্তানের মা। তিনি বিবিসির স্থানীয় এক সাংবাদিককে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি তখনো খোলেনি। তাই তারা ফুটপাতে বসে ছিল। হঠাৎ আমরা হামলার শব্দ শুনতে পাই।’
ইমান আরও বলেন, ‘আমি (আমার স্বামীর) কাছে গিয়ে বললাম, হাতিম! তোমার বাচ্চারা। ওরা তো স্বাস্থ্যকেন্দ্রটিতে গেছে।’
হামলার শব্দ শোনার পর তড়িঘড়ি করে স্বাস্থ্যকেন্দ্রটির দিকে ছুটে যান ইমান। গিয়ে দেখেন, তাঁর ছেলেরা ও ভাগনি একটি গাধার গাড়িতে শুয়ে। হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স না থাকায় আহত ব্যক্তিদের আনা–নেওয়ার জন্য এ গাড়ি ব্যবহার করা হয়।
ওই হামলায় ঘটনাস্থলেই আমির ও শামা নিহত হয় এবং ওমর ও সিরাজ গুরুতর আহত হয়।
ইমান সেদিনের ঘটনা স্মরণ করে বলছিলেন, ‘ওমর তখনো একটু একটু করে শ্বাস নিচ্ছিল। তাঁরা (স্বাস্থ্যকর্মীরা) ওকে বাঁচানোর চেষ্টা করছিলেন। ওমরকে বাঁচাতে রক্তের দরকার ছিল। কিন্তু রক্ত আনতে এক ঘণ্টা লেগে গেল। তাঁরা রক্ত দিলেন। কিন্তু কিছুই হলো না।’
ইমান বলেন, ‘ওরা কেন চলে গেল? কেন? ওরা কী দোষ করেছিল?’
‘ওদেরও স্বপ্ন ছিল, যেমন সারা বিশ্বের অন্য বাচ্চাদের থাকে। ওদের একটা ছোট খেলনা দিলেই খুব খুশি হতো। ওরা তো শুধুই বাচ্চা ছিল।’
সিরাজের মাথা থেকে রক্ত ঝরছিল এবং তার একটি চোখ নষ্ট হয়ে গেছে—এ দৃশ্য এখনো মা ইমানের চোখে ভাসে।
ফিলিস্তিনি মা সামাহ আল–নূরি গত বৃহস্পতিবার দেইর আল–বালাহর একটি চিকিৎসাকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় মেয়েকে হারিয়েছেন। ছেলেকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন তিনি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত না এলেও ঢাকাতেই বসবে এসিসির সভা
চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু শনিবার বিকেলে জানান, ‘আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’
তবে ভারতের প্রতিনিধি এই সভায় অংশ নেবেন কি না, সেটি এখনও অনিশ্চিত। এ বিষয়ে মিঠু বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিনিধি আসবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। এটি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তাদের উপস্থিতির বিষয়ে আশাবাদী। যদিও না আসেন, ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য থাকছে।’
এই সভার সময় ঢাকাতেই চলবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ১৬ জুলাই সকালে ও রাতে দুটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে ১৭ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ দল। জানা গেছে, এই সিরিজ দেখতে এবং এসিসির সভায় অংশ নিতে ঢাকায় আসবেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
২০২৬ সালের এশিয়া কাপ আয়োজনের স্বত্ব ভারতের হাতে থাকলেও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। এবারের এসিসি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্ভাবনা রয়েছে, এ সভাতেই প্রকাশিত হবে এশিয়া কাপের চূড়ান্ত সূচি। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
কাশ্মীরে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় বোর্ডের প্রতিনিধি শেষ পর্যন্ত ঢাকায় আসবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।