ইমান আল–নূরির সবচেয়ে ছোট ছেলে দুই বছর বয়সী সিরাজ। গত বৃহস্পতিবার ক্ষুধার চোটে তার ঘুম ভেঙে যায়। কাঁদতে কাঁদতে মায়ের কাছে খাবার চায় সে।

খাবার সংগ্রহে সিরাজের ১৪ বছর বয়সী খালাতো বোন শামা তাকে ও তার (সিরাজের) বড় দুই ভাই ওমর (৯) ও আমিরকে (৫) গাজার দেইর আল–বালাহর আলতায়ারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে রাজি হয়।

৩২ বছর বয়সী ইমান আল–নূরি পাঁচ সন্তানের মা। তিনি বিবিসির স্থানীয় এক সাংবাদিককে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি তখনো খোলেনি। তাই তারা ফুটপাতে বসে ছিল। হঠাৎ আমরা হামলার শব্দ শুনতে পাই।’

ইমান আরও বলেন, ‘আমি (আমার স্বামীর) কাছে গিয়ে বললাম, হাতিম! তোমার বাচ্চারা। ওরা তো স্বাস্থ্যকেন্দ্রটিতে গেছে।’

হামলার শব্দ শোনার পর তড়িঘড়ি করে স্বাস্থ্যকেন্দ্রটির দিকে ছুটে যান ইমান। গিয়ে দেখেন, তাঁর ছেলেরা ও ভাগনি একটি গাধার গাড়িতে শুয়ে। হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স না থাকায় আহত ব্যক্তিদের আনা–নেওয়ার জন্য এ গাড়ি ব্যবহার করা হয়।

ওই হামলায় ঘটনাস্থলেই আমির ও শামা নিহত হয় এবং ওমর ও সিরাজ গুরুতর আহত হয়।

ইমান সেদিনের ঘটনা স্মরণ করে বলছিলেন, ‘ওমর তখনো একটু একটু করে শ্বাস নিচ্ছিল। তাঁরা (স্বাস্থ্যকর্মীরা) ওকে বাঁচানোর চেষ্টা করছিলেন। ওমরকে বাঁচাতে রক্তের দরকার ছিল। কিন্তু রক্ত আনতে এক ঘণ্টা লেগে গেল। তাঁরা রক্ত দিলেন। কিন্তু কিছুই হলো না।’

ইমান বলেন, ‘ওরা কেন চলে গেল? কেন? ওরা কী দোষ করেছিল?’

‘ওদেরও স্বপ্ন ছিল, যেমন সারা বিশ্বের অন্য বাচ্চাদের থাকে। ওদের একটা ছোট খেলনা দিলেই খুব খুশি হতো। ওরা তো শুধুই বাচ্চা ছিল।’

সিরাজের মাথা থেকে রক্ত ঝরছিল এবং তার একটি চোখ নষ্ট হয়ে গেছে—এ দৃশ্য এখনো মা ইমানের চোখে ভাসে।

ফিলিস্তিনি মা সামাহ আল–নূরি গত বৃহস্পতিবার দেইর আল–বালাহর একটি চিকিৎসাকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় মেয়েকে হারিয়েছেন। ছেলেকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন তিনি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।

পরীক্ষার্থীরা তিনভাবে এইচএসসির ফলাফল জানতে পারছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯টি নিয়ম১৪ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

১.
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
২.
পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩.
নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে১০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ