বুধবার (৭ মে) যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। যার জেরে বাতিল হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) বাদবাকি ম্যাচগুলো। ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের সূত্রে অনুযায়ী ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট কর্তৃপক্ষের (আইসিসি) কাছ থেকে কোনো অনুরোধ এলে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএলের বাদবাকি ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনা করতে পারে।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার খেলা চলাকালীনই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। অন্যদিকে পিএসএলের খেলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আসরটির বাকি অংশের খেলা শেষ করার থাকলেও সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
আইপিএলের গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি আছে এবং এরপর রয়েছে প্লে-অফের ৪টি ম্যাচ। এক বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ জানায়, “চলমান আইপিএল ২০২৫ অবিলম্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো। এই সিদ্ধান্তটি আইপিএল গভর্নিং কাউন্সিল সকল প্রধান স্টেকহোল্ডার, ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর এবং ভক্তদের সঙ্গে আলোচনা করে নিয়েছে। বিসিসিআই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখে, তবে এই পরিস্থিতিতে সকলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড়
আমিরাতে আইপিএল আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার
এদিকে ইসিবি নিশ্চিত করেছে যে, ভারতের আসন্ন টেস্ট সিরিজ (জুন-আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ীই হবে।
সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ২০-২৪ জুন- হেডিংলি
দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই- এজবাস্টন
তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই- লর্ডস
চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই- ওল্ড ট্র্যাফোর্ড
পঞ্চম টেস্ট: ৩১ জুলাই-৪ আগস্ট- দ্য কিয়া ওভাল।
সমস্যা হচ্ছে, ইংল্যান্ডের পক্ষে আইপিএল ম্যাচ আয়োজন করা বেশ কঠিন হবে। কারণ ইতিমধ্যে দেশটির ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য বুধবার ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে। সেই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৪৬ জন আহত হয়েছেন বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে। ভারতের দাবি, ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে, যেখানে ২৬ জন নিহত হন। ভারত আরও অভিযোগ করেছে যে, হামলাকারীদের পাকিস্তান মদত দিয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম