অপারেশন সিঁদুর: সাফল্যের সাতকাহন প্রচারে মাঠে বিজেপি, শুরু তেরঙা–যাত্রা
Published: 13th, May 2025 GMT
বিন্দুমাত্র কালক্ষেপ না করে ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যে উৎফুল্ল বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়ল। আজ মঙ্গলবার থেকেই দেশজুড়ে তারা শুরু করে দিচ্ছে ‘তেরঙা–যাত্রা’। মোট ১১ দিন বিভিন্ন রাজ্যে এ যাত্রার মধ্য দিয়ে তারা তুলে ধরবে সেনানিদের বিজয় গাথা।
গতকাল সোমবার বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিল্লিতে এক বৈঠকে এ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। সেই বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংসহ উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতৃত্ব।
যদিও বিজেপির দাবি, রাজনৈতিক স্বার্থে তারা এ যাত্রায় শামিল হচ্ছে না। তেরঙা–যাত্রায় তাদের হাতে থাকবে দেশের জাতীয় পতাকা। যাত্রায় তারা তুলে ধরবে দেশের বীর সেনানিদের সাফল্যের কাহিনি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিভিন্ন মহলে যে ‘অপপ্রচার’ চলছে, এ যাত্রায় তার জবাব দেওয়া হবে। তুলে ধরা হবে ‘প্রকৃত সত্য’।
বিজেপির নেতারা বলেছেন, এ অভিযানের সাফল্য জাতিকে গর্বিত করেছে। সেই সাফল্যের ইতিবৃত্তই এ যাত্রায় তুলে ধরা হবে। বলা হবে, ঐক্যবদ্ধ ভারত কী করতে পারে। এ যাত্রার উদ্দেশ্য দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ করা।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার (আজ) শুরু হয়ে এ যাত্রা শেষ হবে ২৩ মে। মোট ১১ দিনের এ যাত্রায় দেশবাসীকে বোঝানো হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের হাতে দেশের নিরাপত্তা কতটা সুরক্ষিত। তাঁর দৃঢ় নেতৃত্ব কীভাবে দেশকে একজোট করে শত্রুর মোকাবিলায় সক্ষম হয়, দেশবাসীকে তা–ও বোঝানো হবে।
মাত্র চার দিনের মধ্যে ‘অপারেশন সিঁদুর’ স্থগিত হয়ে যাওয়া, যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, বাণিজ্য স্বার্থে প্রত্যাঘাত বন্ধে রাজি হওয়া, কাশ্মীর সমস্যার আন্তর্জাতিকীকরণ, সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবি ও প্রচেষ্টা নিয়ে মোদি সরকারকে নানা প্রশ্ন শুনতে হচ্ছে। এ যাত্রায় বিজেপি নেতৃত্ব সেসব প্রচার ও প্রশ্নের উত্তর দেবে।
যদিও বিজেপির দাবি, রাজনৈতিক স্বার্থে তারা এ যাত্রায় শামিল হচ্ছে না। তেরঙা–যাত্রায় তাদের হাতে থাকবে দেশের জাতীয় পতাকা। এ যাত্রায় তারা তুলে ধরবে দেশের বীর সেনানিদের সাফল্যের কাহিনি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিভিন্ন মহলে যে ‘অপপ্রচার’ চলছে, এ যাত্রায় তার জবাব দেওয়া হবে। তুলে ধরা হবে ‘প্রকৃত সত্য’।প্রধানমন্ত্রী মোদি গতকাল সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা বলেছেন, যে সাফল্য দাবি করেছেন, এ যাত্রায় সেই সাফল্যই বর্ণিত হবে। বিরোধীদের সংগঠিত হওয়ার আগেই বিজেপি ময়দানে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়েছে।
‘অপারেশন সিঁদুর’এর ‘সাফল্য’ বিজেপি নিশ্চিতভাবে কাজে লাগাবে বিহার নির্বাচনে। চলতি মাস শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী আরও একবার বিহার সফরে যাবেন। বর্ষ শেষে বিহার বিধানসভা নির্বাচনে জাতগণনার পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য হতে চলেছে বিজেপির তুরুপের দুই তাস।
আরও পড়ুনপাকিস্তানে ভারতের অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন০৭ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক স ফল য র র স ফল য
এছাড়াও পড়ুন:
মেসি ম্যাজিকে জয়ে ফিরল ইন্টার মায়ামি
এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয় দেখল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে।
তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে।
মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।’
মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।’