ট্রাম্পের আলকাট্রাজ চালুর ঘোষণা: মনে করিয়ে দিচ্ছে সেই তিন ‘ম্যাকগাইভার’ বন্দীর পালানোর ঘটনা
Published: 16th, May 2025 GMT
ট্রাম্পের আলকাট্রাজ চালুর ঘোষণা: মনে করিয়ে দিচ্ছে সেই তিন ‘ম্যাকগাইভার’ বন্দীর পালানোর ঘটনা
ছবি : আন্তর্জাতিক/alcatraz reuters/alcatraz reuters inner/alcatraz reuters Prison/alcatraz outside reuters/alcatraz cell reuters
ক্যাপ:
ক্যাপ:
ক্যাপ:
ক্যাপ: ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ কারাগারের বাইরের অংশ-ছবি: রয়টার্স
ক্যাপ:
সেকশন : যুক্তরাষ্ট্র
মেটা:
এক্সার্প্ট:
ট্যাগ:
সিএনএন
আলকাট্রাজ দুর্ভেদ্য। এটাই কুখ্যাত এ কারাগারের বিশেষ বৈশিষ্ট্য। এখান থেকে কেউ পালাতে পারে না। কিন্তু একে যত দুর্ভেদ্য বলা হোক না কেন, এ কারাগার থেকেও পালানোর ঘটনা রয়েছে। যাঁরা এ ঘটনা ঘটিয়েছিলেন তাঁদের শুধু বুদ্ধি, সাহস আর ৫০টি রেইনকোট।
১৯৬২ সালের ১১ জুন। তিনজন বন্দী, যাঁদের বয়স তিরিশের কোঠায় সেই ফ্যাঙ্ক মরিস এবং দুই ভাই ক্লারেন্স ও জন অ্যাংলিন নিজেদের কারাকক্ষের দেয়ালে তৈরি লুকানো গর্ত দিয়ে বেরিয়ে পড়েন। এরপর নিজেদের তৈরি ভেলা নিয়ে চুপিচুপি বেরিয়ে পড়েন। তাঁদের এই দুঃসাহসী কাজ করতে গিয়ে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পথে পাইপ দিয়ে তাঁদের ছাদে উঠতে হয়েছিল। দেয়াল টপকে সান ফ্রান্সিসকো উপসাগরের হিমশীতল ও ঢেউতোলা পানিতে ঝাঁপিয়ে পড়ে দ্বীপের মধ্যে তৈরি আলকাট্রাজ দুর্গ থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এ কারাগারটি চালুর নির্দেশ দিয়েছেন। দ্বীপের কারাগারটি থেকে সত্যিকার অর্থেই পালানো অসম্ভব—এ ধারণাটিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের কারা ব্যুরো এটি চালানো ব্যয়বহুল হওয়ায় ৬০ বছরের বেশি আগে বন্ধ করে দেয়।
সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্প দাবি করেন, ‘আলকাট্রাজ থেকে কেউ কোনো দিন পালাতে পারেনি।’ ট্রাম্প বলেছেন, তিনি তাঁর সরকারকে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে একটি দ্বীপে অবস্থিত কুখ্যাত কারাগার আলকাট্রাজ আবার চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। ৪ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘অনেক বেশি দিন ধরে আমেরিকা হিংস্র, সহিংস এবং পুনরাবৃত্ত অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ দ্বীপে অবস্থিত আলকাট্রাজ কারাগারের ভেতরের অংশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র আলক ট র জ
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’