ছবি: আহসান হাবীব

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রুকলিন ব্রিজে মেক্সিকো নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর একটি বড় প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

পালতোলা জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেটির মাস্তুল সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

মেয়র বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় সেতুর সঙ্গে সংঘর্ষের আগে ‘কুয়াওতেমক’ নামের জাহাজটির বিদ্যুৎ–ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল।

একটি শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রে আসা জাহাজটিতে ২৭৭ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, গতকাল সন্ধ্যায় ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজটির উঁচু মাস্তুল সেতুতে আঘাত করে।

কর্তৃপক্ষ বলেছে, সেতুর সঙ্গে সংঘর্ষের সময় মাস্তুলের কিছু অংশ ডেকের ওপর ভেঙে পড়ে। সে সময় ডেকের ওপর কয়েকজন নাবিক দাঁড়িয়ে ছিলেন, তাঁরাই আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেয়র এরিক অ্যাডামস লিখেছেন, ‘সর্বশেষ খবর অনুযায়ী, ২৭৭ জন আরোহীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দুঃখজনকভাবে আরও ২ জন আঘাতের কারণে মারা গেছেন।’

আগে মেয়র বলেছিলেন, এই সংঘাতে ব্রুকলিন ব্রিজের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজ-সেতু সংঘর্ষের সময় কেউ পানিতে পড়ে যায়নি বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

‘সর্বশেষ খবর অনুযায়ী, ২৭৭ জন আরোহীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দুঃখজনকভাবে আরও ২ জন আঘাতের কারণে মারা গেছেন।’এরিক অ্যাডামস, নিউইয়র্ক সিটির মেয়র

এর আগে মেক্সিকো নৌবাহিনী থেকে ২২ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। জাহাজটির ক্ষয়ক্ষতি হওয়ার খবর নিশ্চিত করে তারা বলেছে, ঘটনাটির তদন্ত চলছে।

নিউইয়র্ক কোস্টগার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কুয়াওতেমক জাহাজের দুটি মাস্তুলের ওপরের অংশ ভেঙে পড়েছে। এ ঘটনার পর জাহাজটির সব কর্মীকে খুঁজে পাওয়া গেছে, আহত নাবিকদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনজাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, অনেক হতাহতের শঙ্কা২৬ মার্চ ২০২৪

নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশন প্রধান বলেছেন, জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কারণে সেটি সেতুর একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খায় বলেই তাঁর বিশ্বাস।

নিউইয়র্ক পুলিশ স্থানীয় বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সমুদ্রবন্দর এবং ব্রুকলিনের ডাম্বো এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

কুয়াওতেমক জাহাজটি পরে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

জাহাজটি ২৯৭ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। মেক্সিকো নৌবাহিনী বলেছে, জাহাজটি ১৯৮২ সালে প্রথম সাগরে যাত্রা শুরু করে। এই বছর ৬ এপ্রিল একোপুলকো বন্দর থেকে ২৭৭ জন আরোহী নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। সেটির চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।

আরও পড়ুনচীনে জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু২২ ফেব্রুয়ারি ২০২৪

সম্পর্কিত নিবন্ধ