ইতিহাস গড়লো ক্রিস্টাল, ম্যানসিটিকে জিতলো প্রথম বড় শিরোপা
Published: 18th, May 2025 GMT
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতে নিল ক্রিস্টাল প্যালেস। শনিবার (১৭ মে) রাতে লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জয়ের আনন্দে মাতল দক্ষিণ লন্ডনের ক্লাবটি।
ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন ইবেরেচি এজে। ম্যাচের ১৬ মিনিটে অসাধারণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। এরপর পুরো ম্যাচজুড়ে সিটির একের পর এক আক্রমণ সামলে দুর্দান্ত গোলকিপিং করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডিন হেন্ডারসন।
ম্যানচেস্টার সিটি ম্যাচে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। পেনাল্টিও পেয়েছিল তারা। কিন্তু ওমর মারমুশের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন হেন্ডারসন।
ম্যাচ শেষে গোলদাতা এজে বলেন, ‘‘এটা আমাদের স্বপ্নপূরণের মুহূর্ত। কেউই বিশ্বাস করেনি আমরা পারব। কিন্তু আমরা ইতিহাস গড়েছি।’’ উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে আর্সেনালসহ অনেক ক্লাব এজেকে প্রত্যাখ্যান করেছিল।
টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে হেরে হতাশার মৌসুমে শেষ করল ম্যানচেস্টার সিটি। ২০১৬-১৭ মৌসুমের পর এই প্রথমবার তারা কোনো ঘরোয়া শিরোপা ছাড়াই মৌসুম শেষ করল।
এর আগে ১৯৯০ ও ২০১৬ সালের ফাইনালে হেরে গিয়েছিল প্যালেস। তবে তৃতীয় চেষ্টায় সফল হলো তারা। আর দলের অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনার হয়ে গেলেন ইতিহাসে প্রথম অস্ট্রিয়ান কোচ যিনি এফএ কাপ জিতলেন।
ম্যাচের শুরুতে অবশ্য সিটি আক্রমণে ঝড় তোলে। কেভিন ডি ব্রুইনার শেষ ওয়েম্বলি ম্যাচে দারুণ একটি পাস থেকে হালান্ডের শট ঠেকিয়ে দেন হেন্ডারসন। এরপর গভার্দিওলের হেডও ঠেকিয়ে দেন তিনি।
তবে ১৫ মিনিটের মাথায় একমাত্র আক্রমণেই গোল আদায় করে নেয় প্যালেস। মাতেতার পাসে মুনোজের ক্রস থেকে দারুণ এক ভলিতে গোল করেন এজে। এরপর সিটির চাপ আরও বাড়লেও হেন্ডারসনের নেতৃত্বে রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য।
একবার মনে হয়েছিল, হেন্ডারসন হয়তো বল হাতে নিয়ে গোলবারের বাইরে চলে গিয়েছেন, তবে ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, লাল কার্ডের প্রয়োজন নেই। পেনাল্টিতে সিটি ভরসা রাখে মারমুশের ওপর। কিন্তু তার শট ঠেকিয়ে দেন হেন্ডারসন।
ম্যাচ শেষে হেন্ডারসন বলেন, ‘‘আমরা আগেই বুঝেছিলাম, আজ আমাদের দিন। আমরা এই জয়ের যোগ্য। আমি জানতাম ও কোন দিকে শট নেবে। আর আমি নিশ্চিত ছিলাম, আমি তা ঠেকাতে পারব।’’
শেষদিকে একাধিকবার গোলের কাছাকাছি গেলেও গোল আদায় করতে ব্যর্থ হয় সিটি। ১০ মিনিটের অতিরিক্ত সময়েও গোল হয়নি তাদের। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে প্যালেস সমর্থকেরা। স্টেডিয়ামে তখন গর্জে ওঠে ক্লাবের অ্যান্থেম ‘গ্ল্যাড অল ওভার’। এক ঐতিহাসিক দিনে আনন্দে ভাসে ক্রিস্টাল প্যালেস ও তাদের সমর্থকেরা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ ন ড রসন
এছাড়াও পড়ুন:
চীনে প্রথমবারের মতো ফুটবল ম্যাচে অংশ নিল এআইচালিত রোবট
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অনেক প্রযুক্তির বিকাশ ঘটছে। রোবোটিকসের দুনিয়াতেও এআই ভিন্ন চমক তৈরি করছে। সম্প্রতি চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো এআইনির্ভর রোবটের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচের ফুটবল মাঠ ছাড়া বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম বুস্টার রোবোটিকসের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে।
যাঁরা ভবিষ্যতের দুনিয়া রোবোটের হয়ে যাবে বলে বিশ্বাস করেন, তাঁরা এআইনির্ভর রোবটের ফুটবল ম্যাচ দেখে বেশ মন খারাপ করতে পারেন। তবে ফুটবল খেলার আধুনিক কৌশল এখনো পুরোপুরি রপ্ত করতে পারেনি রোবটগুলো। আর তাই এআই রোবটগুলো শিগগিরই মেসি বা এমবাপ্পের মতো বিখ্যাত ফুটবলার বিকল্প হবে না। ভিডিওতে দেখা গেছে, ফুটবল খেলার সময় বলে লাথি মারতে বা সোজা থাকতে বেশ লড়াই করেছে এআই রোবটগুলো। মাটিতে পরে যাওয়ায় রীতিমতো স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে একটি রোবটকে।
রোবটগুলোর নির্মাতাপ্রতিষ্ঠান বুস্টার রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও চেং হাও বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হিউম্যানয়েড রোবট পরীক্ষার সুযোগ আছে। ভবিষ্যতে মানুষ রোবটদের সঙ্গে খেলতে পারে। বেইজিংয়ের ফুটবল মাঠের খেলা দেখে বলা যায়, হিউম্যানয়েডদের ফুটবল খেলতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ভবিষ্যতে আমরা রোবটদের মানুষের সঙ্গে ফুটবল খেলার ব্যবস্থা করতে পারি।’
চীনের প্রতিযোগিতাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে রোবটদের নিজেদের মতো পরিচালিত করেন। ফাইনাল ম্যাচে, সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের টিএইচইউ রোবোটিকস চায়না এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান