ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ।

পিপি ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে  ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাঁকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

আরও পড়ুননুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার১৯ ঘণ্টা আগেআরও পড়ুননুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯) মে দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক, জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

আরো পড়ুন:

বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে সড়ক প্রশস্ত!

নবীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে, আহত ৫

সভায় অংশগ্রহণকারীরা, আসন্ন ঈদে যানজটের কারণ চিহ্নিত করে তা সমাধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রবেশ করতে না দেওয়া, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে পরিবহনের যাত্রী উঠানামা করানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ