ঊর্ধ্বতন বিভিন্ন পদের ১২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. গোলাম রসুল, এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসীম উদ্দিন, আবু নাছের মোহাম্মদ খালেদ, মো.
উল্লেখ্য যে, মোহাম্মদ গোলাম রসুল অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্ব), একেএম আওলাদ হোসেন (সাবেক ডিআইজি), মো. আকরাম হোসেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গাজী জসিম উদ্দিন ঢাকা সিআইডির ডিআইজি, আবু নাসের মোহাম্মদ খালেদ পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি, মো. রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খন্দকার রফিকুল ইসলাম এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), মো. মোস্তফা কামাল পিবিআই-এর অতিরিক্ত আইজিপি, মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি, মো. ছিবগাত উল্লাহ শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং সরদার নুরুল আমিন রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি পদে দায়িত্ব পালন করেছেন।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
ঢাকা/নাঈমুদ্দিন//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবুল মনসুর আহমদ স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের স্মরণে দ্বিতীয়বারের মতো বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই আয়োজন করেছে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ ও তর্কজাল।
এবারের প্রতিযোগিতার বিষয়: গণ-অভ্যুত্থান-পরবর্তী ‘বাংলাদেশের কালচার’।
আয়োজকেরা জানিয়েছেন, এতে অংশ নিতে হলে প্রতিযোগীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। আগে যাঁরা প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তাঁরা এবার অংশ নিতে পারবেন না।
দুই পর্বে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথম পর্বে অংশগ্রহণকারীকে গুগল ড্রাইভ লিংক করে ই-মেইলে ৪-৫ মিনিটের একটি ভিডিও বক্তব্য পাঠাতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগীদের [email protected] ও [email protected] ই-মেইল ঠিকানায় নিজের নাম, পরিচয়, বয়স, ফোন নম্বরসহ বক্তব্যের বিষয় উল্লেখ করে ড্রাইভ লিংক দিতে হবে। সেখান থেকে শীর্ষ ২০ জনকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বের আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বে ১০ জন নির্বাচিত হবেন।
প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে ১৫ হাজার, দ্বিতীয় ১২ হাজার, তৃতীয় ১০ হাজার, চতুর্থ ৫ হাজার, পঞ্চম ৩ হাজার টাকা পুরস্কার পাবেন। এ ছাড়া বিজয়ী প্রত্যেককে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। বাকি ৫ জন উপহার হিসেবে পাবেন এক হাজার টাকা, সনদ ও বই।
আগামী সেপ্টেম্বরে আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে পুরস্কার হস্তান্তরের বিষয়টি ফেসবুক পেজে ও ফোনে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আবুল মনসুর আহমদের রচনার মধ্যে আছে ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। বাংলাদেশের সংস্কৃতিসহ সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর তাঁর লেখা রয়েছে। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’। আবুল মনসুর আহমদ রচিত বিভিন্ন বই বাংলা একাডেমি, প্রথমা প্রকাশন ও রকমারিতে পাওয়া যায়।