সুশাসনের জন্য জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, দুর্নীতি প্রতিরোধে জনগণের সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। 

তিনি বলেন, “দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি চব্বিশে বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে। সরকার যাদের আমানতদারি ও বিশ্বস্থ মনে করে চেয়ারে বসায় তাদের বেশিরভাগই দুর্নীতি-লুটপাট করে।”

সোমবার (১৯ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

সাবেক উপাচার্যের দুর্নীতি তদন্তে অসহযোগিতা রাবি প্রশাসনের

সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান

হাফিজ আহসান ফরিদ বলেন, “মানুষ এখন দুর্নীতির বিষয়ে অনেক সচেতন হয়েছে। বিভিন্ন অফিস আদালতে মানুষ এখন মন খুলে কথা বলতে পারছেন। তথ্যপ্রযুক্তির যুগে মানুষের হাতের কাছেই এখন সব কিছু মিলছে। বাংলাদেশে বসে মানুষ জানতে পারছে, থ্যাইল্যান্ড, সিঙ্গাপুরে কি হচ্ছে। এখন আশেপাশে কোনো অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অডিও-ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” 

তিনি বলেন, “বাংলাদেশের কৃষক-শ্রমিক-রিকশা চালকরা কোনো দিনও ঘুষ খায় না, দুর্নীতি করে না। তারা ২০০-৫০০ টাকাতেই সংসার চালায়।” 

কমিশনার আরো বলেন, “গত ৫ আগস্টের পরে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। যার কারণে প্রতিটি জেলা উপজেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন দপ্তরকে জবাবদিহিতার আওয়াতায় আনা হয়েছে।”

হাফিজ আহসান ফরিদ বলেন, “আপনাদের কাছে কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে চিৎকার করবেন, মানুষ জড়ো করবেন, প্রতিবাদ করবেন। প্রতিবাদ করতে কোনো টাকা-পয়সা লাগে না, প্রতিবাদ করতে কোনো শিক্ষা লাগে না। প্রতিবাদ করতে লাগে সৎ সাহস। নিজের অবস্থান থেকে সাহসী ভূমিকা রাখবেন, নিজেকেই একজন প্রতিবাদী দুদক মনে করবেন। তাহলেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারব।” 

গণশুনানিতে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে দ্রুত তদন্ত ও প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গণশুনানিতে প্রাপ্ত কয়েকটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানও হয়েছে। এছাড়া যেসব অভিযোগ গভীর তদন্তের দাবি রাখে, সেগুলো নথিভুক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.

মো ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মনোয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর করব ন

এছাড়াও পড়ুন:

সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে জনগণ জানতে চায়: রিজভী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কবে সংস্কার শেষ করবেন? আর কবে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন, জনগণ তা জানতে চায়।’

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী আরও বলেন, ‘আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না!’

বিএনপির এই নেতা বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন করে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে। হাজার হাজার নয়, ১০ লাখ মানুষ খুন করে হলেও রক্তপিপাসু হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাইত। বিভিন্নভাবে চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যে ভোটের জন্য এত রক্তদান, এত লড়াই-সংগ্রাম, সেই ভোট আমরা এখনও পেলাম না।’

তিনি আরও বলেন, ‘জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে; কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনও ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী।

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা হাসনাতকে: বিএনপি
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে সব কিছুই করা হবে: খাদ্য উপদেষ্টা 
  • বাংলাদেশ ও মিয়ানমারের করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: কাদের গনি চৌধুরী
  • সোমবার নগর ভবন অবরোধের ঘোষণা ইশরাক সমর্থকদের
  • সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
  • নগর ভবনের প্রধান ফটকে তালা, ইশরাকের সমর্থকদের অবস্থান  
  • পানি-স্যানিটেশন খাতে টেকসই বাজেট বরাদ্দ দিতে হবে
  • সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা সৃষ্টি হয়েছে: তারেক রহমান
  • সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে জনগণ জানতে চায়: রিজভী