বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের ডাকা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মারামারির ঘটনা ঘটেছে। এতে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে দুই পক্ষই পৃথকভাবে সংবাদ সম্মেলন করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিপোর্টারস ইউনিটির অফিস কক্ষে ও পরে দুপুর ১২টার দিকে রিপোর্টার ইউনিটির বাইরে এ মারামারি হয়।

আহত মোহাম্মদ ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগর-রুনি হলে হঠাৎ করে ৭০-৮০ জন লোক প্রবেশের চেষ্টা করে। সবাইকে প্রবেশ করতে না করি। কারণ এত লোক তো জায়গা দেওয়ার সুযোগ নেই। একপর্যায়ে তারা আমাকে গালিগালাজ করে আমার ওপর হামলা করে। এতে নাক ফেটে যায়, চোখে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হই।’

কেন হামলা করা হয় জানতে চাইলে ফখরুল ইসলাম দাবি করেন, হামলাকারীরা ফ্যাসিবাদী সরকারের আমলের সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা চায় না সরকারের কাছে সিন্ডিকেট বন্ধের দাবি তুলে ধরি। সিন্ডিকেটধারী রুহুল আমিন স্বপন ও কাজী রফিকের নির্দেশে তারা এসেছেন। এই হামলা করেন বায়রার সদস্য আতিক, ফাতেমা, নাজিম উদ্দিন ভূঁইয়া, হাসান মাহমুদসহ বেশ কয়েকজন।

হামলায় আহত আল হাবীব ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নজরুল ইসলাম মনির বলেন, ‘আমার ওপর বেশ কয়েকজন হামলা করে। টেনে হেঁচড়ে সিঁড়িতে ফেলে দেয়, আমার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে নির্ধারিত সংবাদ সম্মেলনটি হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ফখরুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফখর ল ইসল ম র ল ইসল ম ইউন ট

এছাড়াও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সোমবার ফোন করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এরপর তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো জোটের নেতাদের সঙ্গেও কথা বলবেন। খবর আল জাজিরা, বিবিসির

শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলবেন।

ট্রাম্প বলেন, আশা করি, এটি একটি ফলপ্রসূ দিন হবে। এদিন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সংঘটিত হবে। তিনি আরও বলেন, একটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ, এটি কখনও শুরু হওয়া উচিত ছিল না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।

ট্রাম্পের ঘোষণা এমন এক সময় এল যখন রাশিয়া ও ইউক্রেন শুক্রবার ইস্তাম্বুলে আলোচনায় বসেছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • অচলাবস্থার মধ্যেই ক্যাম্পাস ত্যাগ করলেন কুয়েট উপাচার্য
  • বার্সেলোনার হোঁচট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে
  • চুলের যত্নে চা
  • ফ্যাসিস্টের সমর্থক বলায় কাঠগড়ায় ‘কাঁদলেন’ নুসরাত ফারিয়া
  • জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত, যা দ্রুত ছড়িয়ে পড়ছে
  • ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
  • ‘বিদায় বেনফিকা’ বলে দিলেন দি মারিয়া, গন্তব্য কোথায়
  • সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়: মুজিবুর রহমান
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সোমবার ফোন করবেন ট্রাম্প