মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুরে একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ডাকাতি হওয়া তিনটি গাভি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার তুরাজডাঙা এলাকার প্রয়াত বাবু মিয়ার ছেলে লিটন (৩২) ও কুমিল্লার দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. শাহাজালার (৫২)।

গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৩ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকায় আদর্শ ডেইরি ফার্ম নামে একটি গরুর খামারে দুজন কর্মচারী বিল্লাল (৪২) ও তানু মিয়া (৪৫) ঘুমিয়ে ছিলেন। তখন লিটন, শাহজালালসহ একটি দল দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ফার্মের ভেতর প্রবেশ করে। তারা ওই দুই কর্মীকে মারধর করে। তানু মিয়া ডাকচিৎকারের চেষ্টা করলে তাঁদের মেরে ফেলার ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর ডাকাতেরা খামারের হলস্টেইন জাতের তিনটি সাদা–কালো রঙের বড় গাভি লুট করে পালিয়ে যান। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় খামারমালিক কালাচান ১৩ মে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে মুন্সিগঞ্জ থানা পুলিশের এসআই সাদ্দাম মোল্লার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় লিটন ও শাহজালাল নামের দুজনকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ওই ঘটনায় জড়িত ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শ্রমিকদের মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার-ট্রেইলারচালক ও শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তাঁরা। নগরের পাহাড়তলী থানায় ইউনিয়নের সভাপতি ও দুই শ্রমিককে মারধরের অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার–ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা  প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। সেখান থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

ইউনিয়নের সহসভাপতি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার অলংকার পুলিশ বক্সে এক চালকের লাইসেন্স জব্দ করলে সেখানে ইউনিয়নের সভাপতি যান। পুলিশ তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে দুই শ্রমিকসহ তাঁকে থানায় নিয়ে মারধরও করা হয়। আজকের মধ্যে এর সমাধান না হলে আমাদের কর্মবিরতি চলবে।’

শ্রমিকদের অভিযোগের প্রসঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, প্রাইম মুভার ও ট্রেইলার চট্টগ্রাম বন্দর থেকে ডিপোসহ বিভিন্ন স্থানে কনটেইনার ও পণ্য পরিবহন করে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে কনটেইনার ওঠানো–নামানো ব্যাহত হয়েছে বলে জানা গেছে। কনটেইনার ডিপোগুলোতেও পণ্য পরিবহন বন্ধ বলে জানান মালিকেরা।

জানতে চাইলে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের প্রভাবে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। আবার বন্দর থেকে ডিপোতে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।

কাস্টম হাউসে কলমবিরতি

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা—এই দুই ভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। মধ্যরাতে জারি করা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করছেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি–সংক্রান্ত কার্যক্রম এ কলমবিরতি কর্মসূচির বাইরে বলে জানা গেছে। কলমবিরতির কারণে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউস চট্টগ্রামে আজ সকাল ১০টা থেকে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করেছেন কর্মকর্তারা। এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ ছিল। দেশের সবচেয়ে বড় এই কাস্টম হাউসে প্রতিদিন গড়ে পাঁচ হাজার আমদানি চালান খালাস হয়।

সম্পর্কিত নিবন্ধ