২ / ৯সেদ্ধ করা ধান হাউস থেকে তোলা হচ্ছে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইন্দোনেশিয়া ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, জাকার্তার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর বেশ কিছুক্ষণ পর ভোর ৪টা ৩১ মিনিটে ৪ দশমকি ৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালুকু বারাত দায়া রিজেন্সি থেকে ১৮৯ কিলোমিটার (১১৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা সমুদ্রতলের ৫১৫ কিলোমিটার (৩২০ মাইল) নিচে রেকর্ড করা হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পের দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।