বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
Published: 25th, May 2025 GMT
ঢাকার বনানী এলাকার কাকলী মোড়সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে রেডিমিক্স কংক্রিটের গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। আশফাকুর দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়ায়। আর আসিফ মাহমুদ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন মোটরসাইকেলে ছিলেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে। চালক পালিয়ে গেছেন। চালকের সহকারীকে আটক করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বপ্নসারথি ‘মনু’
দুই সন্তানের পাওয়া উপহারের ৩০ হাজার টাকায় কেনা গাভি থেকে পাওয়া এঁড়ে বাছুরটি এখন পরিণত ষাঁড়। মনু নামের এই ষাঁড়টিই এখন মৌলভীবাজারের নুরুল-তানিয়া দম্পতির স্বপ্নসারথি।
জেলার রাজনগর উপজেলাধীন খাসপ্রেমনগর গ্রামের বাসিন্দা নুরুল ও তানিয়া পেশায় শিক্ষক। নিজেদের সামান্য আয়ে দুই সন্তান নিয়ে সংসার চলে তাদের। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা নুরুল ও তানিয়ার। এই পরিকল্পনা বাস্তবায়নে মনুতেই ভরসা তাদের।
প্রায় ৬০০ কেজি ওজনের পরিণত ষাঁড় মনুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির কথা ভাবছেন এই দম্পতি। দাম হাঁকছেন সাড়ে ৩ লাখ টাকা। সেই টাকাই তাদের ভবিষ্যতের স্বপ্নযাত্রার পুঁজি হবে। এমনটাই আশা নুরুল-তানিয়ার।
খরস্রোতা মনু নদের পারে প্রান্তিক জনপদ খাসপ্রেমনগর গ্রাম। সেখানেই বাস করেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম। বাড়িতে ঢুকতেই গোয়ালঘরের ভেতর চোখে পড়ে মনু নামের ২৬ মাস বয়সী ষাঁড়টি। তার পাশে রয়েছে ছয় মাস বয়সী আরেকটি বাছুর ও তাদের মা গাভিটি।
নুরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী দু’জনেই শিক্ষকতা করেন। স্কুল পড়ুয়া দুটি ছেলেমেয়ে রয়েছে। তাদের দুধ খাওয়ানো ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সালে ৩০ হাজার টাকায় একটি গাভি কেনেন। সেই গাভিটি জন্ম দেয় মনুর। বয়সের সঙ্গে দ্রুত শারীরিক প্রসার ও উচ্চতা বাড়তে থাকে মনুর। এতে মনে হয় কোনো বিদেশি প্রজাতির গরু। স্থানীয় পশুচিকিৎসকদের কেউ কেউ বলেছেন এটি ফিজিয়ান প্রজাতির সদস্য। মনুর শারীরিক বৃদ্ধির দিকে নজর রেখে শুরু করেন পরিচর্যা। ছয় মাসে লম্বায় প্রায় ৬ ফুট ৫ ইঞ্চি মাপের ৫৯০ কেজি ওজনের ষাঁড়ে পরিণত হয় মনু। ষাঁড়টির দাম সাড়ে ৩ লাখ টাকা হাঁকা হয়েছে।