অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। মাঝে ছিলেন দুই বছরের বিরতিতে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি মৌসুমী  ছিলেন! ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরেই নিয়েছিলেন আর কোনোদিন হয়ত মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না। অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌমুমী। এবার সিনেমায় নিয়ে নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।

মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। দুই বছর ধরে আছেন সেখানে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং।

এতে মৌসুমীর সহশিল্পী ছিলেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে।

ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি।”

প্রসঙ্গত, মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অন্য অভিনেত্রীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা নিয়ে ঝগড়া, কেঁদে ফেলেছিলেন রেখা

সত্তর-আশির দশকে বলিউডে সবচেয়ে আলোচিত গুজবগুলোর একটি ছিল অমিতাভ বচ্চন ও রেখার প্রেমকাহিনি। যদিও দুজনেই কখনো সেই সম্পর্ক স্বীকার করেননি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে বহুবার মুখ খুলেছেন। সাংবাদিক ইয়াসির উসমানের লেখা রেখার জীবনীতে এই সম্পর্কের বহু দিক উঠে এসেছে। আর সেই সব ঘটনা থেকে সবচেয়ে আলোচিত ছিল ‘লাওয়ারিস’-এর সেটে ঘটে যাওয়া এক উত্তপ্ত মুহূর্ত।

অভিনেত্রী নেলির জন্য বিবাদ?
‘লাওয়ারিস’-এর শুটিং চলাকালীন নটরাজ স্টুডিওতে অমিতাভ ও রেখার মধ্যে একবার তুমুল তর্ক হয়। পরিচালক প্রকাশ মেহরা ঘটনাটি স্মরণ করে রেখার আত্মজীবনীতে বলেছেন, ‘সেট ছিল আমার, নটরাজ স্টুডিওতে। ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রেখা কাঁদছিল। আমি ওকে ডেকে বলি, শান্ত হও। সব নাটকটাই নেলিকে ঘিরে ছিল।’

জানা যায়, ওই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে ইরানি অভিনেত্রী নেলির ঘনিষ্ঠতা নিয়েই রেখার অস্বস্তি তৈরি হয়। এ ঘটনা এতটাই তীব্র রূপ নেয় যে রেখা সোজা ‘সিলসিলা’ থেকে সরে দাঁড়ান, এমনকি সাইনিং মানিও ফিরিয়ে দেন।

একটি সিনেমার দৃশ্যে অমিতাভ ও রেখা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ