Samakal:
2025-07-12@13:12:53 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

Published: 25th, May 2025 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন আগে শহিদুল ইসলামের ব্রেইন টিউমার অস্ত্রোপচার হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। দিন-রাত হাসপাতালে তাঁর পাশে কাটিয়েছেন ছেলে প্রকৌশলী আসিফ মাহমুদ সম্পদ (২১)।

রোববার সকালে তিনি বাবার কাছ থেকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় খালার বাসায় যাচ্ছিলেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে। বনানীর কাকলী এলাকায় কংক্রিট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ মাহমুদ ও মোটরসাইকেলচালক আশফাকুর রহমান আসিফ (২৪)।

আসিফ মাহমুদের খালাতো ভগ্নিপতি নাজমুল হোসেন নাইম সমকালকে বলেন, আসিফের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর থানার চখলপুর এলাকায়। মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পর তিনি ইন্টার্ন শেষ করে একটি কোর্স করছিলেন। আসিফের মৃত্যুর খবর এখনও তাঁর বাবাকে জানানো হয়নি। তাঁকে অন্য গাড়িতে গ্রামে নেওয়া হচ্ছে।

আশফাকুরের বাড়ি কুষ্টিয়া সদরের কুমারপাড়ায়। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়ালেখা শেষ করেন গত বছর। আশফাকুর তেজগাঁও মণিপুরীপাড়ায় মেসে থাকতেন। চাকরি খোঁজার পাশাপাশি মাঝেমধ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।

আশফাকুরের স্বজনরা জানান, আসিফ মাহমুদ উত্তরা থেকে তাঁর মোটরসাইকেলে ওঠেন। বনানী কাকলী এলাকায় পৌঁছালে রেডিমিক্স ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। পড়ে গেলে তাদের ওপর গাড়ি তুলে দেয় চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, চালকের সহকারী রবিউলকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মোস্তাকিম হোসেন নামের ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-আশাশুনি সংযোগ সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকে থাকা শিশুটির মা শাপলা খাতুন, নানি নাজমা খাতুনসহ পাঁচজন আহত হয়েছেন।

মালয়েশিয়া যাওয়ার জন্য যশোর অফিস থেকে পাসপোর্ট নিয়ে ফেরার পথে আসিফ হোসেন নামের এক কলেজছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর বন্ধু রাকিবুল ইসলাম শুভ। গতকাল দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই পালবাড়ির টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক নজরুল ইসলাম কালাম, অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

(তথ্য দিয়েছেন যশোর অফিস, লক্ষ্মীপুর ও সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আশফ ক র হয় ছ ন এল ক য়

এছাড়াও পড়ুন:

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি, পদ ১৮টি

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসে শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে শূন্য পদ পূরণের জন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। মোট পদসংখ্যা ১৮টি।

পদের নাম ও সংখ্যা—

১.

অফিস সহায়ক

পদসংখ্যা: ৩টি

বেতনস্কেল: ৮২৫০–২০০১০ টাকা।

২.

নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৬টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

৩.

পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

৪.

বেয়ারার

পদসংখ্যা: ৩টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

৫.

বাবুর্চি

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

৬.

সহকারী বাবুর্চি

পদসংখ্যা: ১টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

৭.

মালি

পদসংখ্যা: ১টি

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার নেবে ১৫০২৭ জুন ২০২৫

আবেদনের বয়সসীমা

৭ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি—

এসব পদে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫৬/- (ছাপান্ন) টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা—

অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ৭ জুলাই থেকে। আগ্রহীরা আগামী ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান—

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর–এর ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।

আবেদনের বিস্তারিত জানতে এখানে দেখুন।

আরও পড়ুনগণযোগাযোগ অধিদপ্তরে ১৭৭ শূন্য পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ