Samakal:
2025-11-02@21:44:39 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

Published: 25th, May 2025 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন আগে শহিদুল ইসলামের ব্রেইন টিউমার অস্ত্রোপচার হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। দিন-রাত হাসপাতালে তাঁর পাশে কাটিয়েছেন ছেলে প্রকৌশলী আসিফ মাহমুদ সম্পদ (২১)।

রোববার সকালে তিনি বাবার কাছ থেকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় খালার বাসায় যাচ্ছিলেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে। বনানীর কাকলী এলাকায় কংক্রিট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ মাহমুদ ও মোটরসাইকেলচালক আশফাকুর রহমান আসিফ (২৪)।

আসিফ মাহমুদের খালাতো ভগ্নিপতি নাজমুল হোসেন নাইম সমকালকে বলেন, আসিফের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর থানার চখলপুর এলাকায়। মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পর তিনি ইন্টার্ন শেষ করে একটি কোর্স করছিলেন। আসিফের মৃত্যুর খবর এখনও তাঁর বাবাকে জানানো হয়নি। তাঁকে অন্য গাড়িতে গ্রামে নেওয়া হচ্ছে।

আশফাকুরের বাড়ি কুষ্টিয়া সদরের কুমারপাড়ায়। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়ালেখা শেষ করেন গত বছর। আশফাকুর তেজগাঁও মণিপুরীপাড়ায় মেসে থাকতেন। চাকরি খোঁজার পাশাপাশি মাঝেমধ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।

আশফাকুরের স্বজনরা জানান, আসিফ মাহমুদ উত্তরা থেকে তাঁর মোটরসাইকেলে ওঠেন। বনানী কাকলী এলাকায় পৌঁছালে রেডিমিক্স ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। পড়ে গেলে তাদের ওপর গাড়ি তুলে দেয় চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, চালকের সহকারী রবিউলকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মোস্তাকিম হোসেন নামের ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-আশাশুনি সংযোগ সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকে থাকা শিশুটির মা শাপলা খাতুন, নানি নাজমা খাতুনসহ পাঁচজন আহত হয়েছেন।

মালয়েশিয়া যাওয়ার জন্য যশোর অফিস থেকে পাসপোর্ট নিয়ে ফেরার পথে আসিফ হোসেন নামের এক কলেজছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর বন্ধু রাকিবুল ইসলাম শুভ। গতকাল দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই পালবাড়ির টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক নজরুল ইসলাম কালাম, অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

(তথ্য দিয়েছেন যশোর অফিস, লক্ষ্মীপুর ও সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আশফ ক র হয় ছ ন এল ক য়

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ