Samakal:
2025-09-17@23:10:37 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

Published: 25th, May 2025 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন আগে শহিদুল ইসলামের ব্রেইন টিউমার অস্ত্রোপচার হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। দিন-রাত হাসপাতালে তাঁর পাশে কাটিয়েছেন ছেলে প্রকৌশলী আসিফ মাহমুদ সম্পদ (২১)।

রোববার সকালে তিনি বাবার কাছ থেকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় খালার বাসায় যাচ্ছিলেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে। বনানীর কাকলী এলাকায় কংক্রিট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ মাহমুদ ও মোটরসাইকেলচালক আশফাকুর রহমান আসিফ (২৪)।

আসিফ মাহমুদের খালাতো ভগ্নিপতি নাজমুল হোসেন নাইম সমকালকে বলেন, আসিফের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর থানার চখলপুর এলাকায়। মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পর তিনি ইন্টার্ন শেষ করে একটি কোর্স করছিলেন। আসিফের মৃত্যুর খবর এখনও তাঁর বাবাকে জানানো হয়নি। তাঁকে অন্য গাড়িতে গ্রামে নেওয়া হচ্ছে।

আশফাকুরের বাড়ি কুষ্টিয়া সদরের কুমারপাড়ায়। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়ালেখা শেষ করেন গত বছর। আশফাকুর তেজগাঁও মণিপুরীপাড়ায় মেসে থাকতেন। চাকরি খোঁজার পাশাপাশি মাঝেমধ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।

আশফাকুরের স্বজনরা জানান, আসিফ মাহমুদ উত্তরা থেকে তাঁর মোটরসাইকেলে ওঠেন। বনানী কাকলী এলাকায় পৌঁছালে রেডিমিক্স ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। পড়ে গেলে তাদের ওপর গাড়ি তুলে দেয় চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, চালকের সহকারী রবিউলকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মোস্তাকিম হোসেন নামের ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-আশাশুনি সংযোগ সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকে থাকা শিশুটির মা শাপলা খাতুন, নানি নাজমা খাতুনসহ পাঁচজন আহত হয়েছেন।

মালয়েশিয়া যাওয়ার জন্য যশোর অফিস থেকে পাসপোর্ট নিয়ে ফেরার পথে আসিফ হোসেন নামের এক কলেজছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর বন্ধু রাকিবুল ইসলাম শুভ। গতকাল দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই পালবাড়ির টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক নজরুল ইসলাম কালাম, অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

(তথ্য দিয়েছেন যশোর অফিস, লক্ষ্মীপুর ও সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আশফ ক র হয় ছ ন এল ক য়

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ