Samakal:
2025-05-25@21:24:54 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

Published: 25th, May 2025 GMT

পথেই শেষ দুই পরিবারের স্বপ্ন

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন আগে শহিদুল ইসলামের ব্রেইন টিউমার অস্ত্রোপচার হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। দিন-রাত হাসপাতালে তাঁর পাশে কাটিয়েছেন ছেলে প্রকৌশলী আসিফ মাহমুদ সম্পদ (২১)।

রোববার সকালে তিনি বাবার কাছ থেকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় খালার বাসায় যাচ্ছিলেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে। বনানীর কাকলী এলাকায় কংক্রিট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ মাহমুদ ও মোটরসাইকেলচালক আশফাকুর রহমান আসিফ (২৪)।

আসিফ মাহমুদের খালাতো ভগ্নিপতি নাজমুল হোসেন নাইম সমকালকে বলেন, আসিফের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর থানার চখলপুর এলাকায়। মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পর তিনি ইন্টার্ন শেষ করে একটি কোর্স করছিলেন। আসিফের মৃত্যুর খবর এখনও তাঁর বাবাকে জানানো হয়নি। তাঁকে অন্য গাড়িতে গ্রামে নেওয়া হচ্ছে।

আশফাকুরের বাড়ি কুষ্টিয়া সদরের কুমারপাড়ায়। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়ালেখা শেষ করেন গত বছর। আশফাকুর তেজগাঁও মণিপুরীপাড়ায় মেসে থাকতেন। চাকরি খোঁজার পাশাপাশি মাঝেমধ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।

আশফাকুরের স্বজনরা জানান, আসিফ মাহমুদ উত্তরা থেকে তাঁর মোটরসাইকেলে ওঠেন। বনানী কাকলী এলাকায় পৌঁছালে রেডিমিক্স ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। পড়ে গেলে তাদের ওপর গাড়ি তুলে দেয় চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, চালকের সহকারী রবিউলকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মোস্তাকিম হোসেন নামের ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-আশাশুনি সংযোগ সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকে থাকা শিশুটির মা শাপলা খাতুন, নানি নাজমা খাতুনসহ পাঁচজন আহত হয়েছেন।

মালয়েশিয়া যাওয়ার জন্য যশোর অফিস থেকে পাসপোর্ট নিয়ে ফেরার পথে আসিফ হোসেন নামের এক কলেজছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর বন্ধু রাকিবুল ইসলাম শুভ। গতকাল দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই পালবাড়ির টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক নজরুল ইসলাম কালাম, অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

(তথ্য দিয়েছেন যশোর অফিস, লক্ষ্মীপুর ও সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আশফ ক র হয় ছ ন এল ক য়

এছাড়াও পড়ুন:

প্রথম অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।   

হাবিবসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকালে প্রসিকিউশনের পক্ষে গাজী এমএইচ তামিম এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন। 

ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ইতোমধ্যে দাখিল করা হয়েছে। 
মামলার বিস্তারিত বিবরণ উপস্থাপনের পর ট্রাইব্যুনাল বলেন, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাই অভিযোগটি আমলে নেওয়া হলো। ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর বিচারের আরেকটি ধাপ এগিয়ে গেল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গত ২১ এপ্রিল প্রসিকিউশনে জমা দেয়। নথিপত্র পর্যালোচনা করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গতকাল আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা দাখিল করেন। পরে এ বিষয়ে শুনানি হয়।  

সম্পর্কিত নিবন্ধ