সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে মঞ্চে অভিনয় করছেন তিনি। এর আগে এই অভিনেতা ও নির্মাতা ২২ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে একক অভিনয় নিয়ে হাজির হয়েছিলেন। ওইদিন মঞ্চায়ন হয়েছিল তাঁর অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।

এবার লস অ্যাঞ্জেলেসে হবে একই নাটকের আরও একটি প্রদর্শনী। আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসের সিনোটোলেজিতে হবে এর মঞ্চায়ন। পাশাপাশি ২৭ জুলাই বাংলাদেশ একাডেমিতে রয়েছে নাট্য কর্মশালা।

রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যালিফোর্নিয়ার আয়োজনে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মামুনুর রশীদ। আয়োজনে সহযোগিতা করেছে লস অ্যাঞ্জেলেস অ্যাকটিং একাডেমি। নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব। 

এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরকে নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তাঁর সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। গত ২৪ মার্চ ঈদ উপলক্ষে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির উদ্বোধনী পর্ব মঞ্চস্থ হয়েছিল। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটিতে মামুনুর রশীদের অভিনয় বেশ প্রশংসিত হয়।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাঁকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ফুসফুসের দু’পাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাঁকে নিবিড় পরিচর্যায় [আইসিইউ] নেন চিকিৎসকরা। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান তিনি। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেতা ও নাট্যকার। 

এদিকে সম্প্রতি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে মামুনুর রশীদের পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকের গল্প সম্পর্কে বলা হয়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে অভিনয়ও করছেন তিনি। এটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স য ক তর ষ ট র র গল প ন টকট

এছাড়াও পড়ুন:

‘রাকসু নির্বাচনে গুজব প্রতিরোধে কাজ করছে সাইবার ইউনিট’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: একটি ভোটের জন্য ১৪ সেকেন্ড বরাদ্দ

রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত বুথ

এ সময় তিনি বলেন, “জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। মাঠ পর্যায়ে র‍্যাব ও বিজিবিও দায়িত্ব পালন করবে।”

তিনি আরো বলেন, “যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে, তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি সদস্যরা, তবে তাদের সহযোগিতা করবে পুলিশ।” তল্লাশির সময় সবাইকে সম্মানজনক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

আরএমপি কমিশনার বলেন, “ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, “রাকসু নির্বাচন ২০২৫ উপলক্ষে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় ২ হাজার ৩০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে।”

ব্রিফিং প্যারেডে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
  • ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু শুক্রবার
  • লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
  • রাকসু: আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমান
  • ‘রাকসু নির্বাচনে গুজব প্রতিরোধে কাজ করছে সাইবার ইউনিট’