সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে মঞ্চে অভিনয় করছেন তিনি। এর আগে এই অভিনেতা ও নির্মাতা ২২ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে একক অভিনয় নিয়ে হাজির হয়েছিলেন। ওইদিন মঞ্চায়ন হয়েছিল তাঁর অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।

এবার লস অ্যাঞ্জেলেসে হবে একই নাটকের আরও একটি প্রদর্শনী। আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসের সিনোটোলেজিতে হবে এর মঞ্চায়ন। পাশাপাশি ২৭ জুলাই বাংলাদেশ একাডেমিতে রয়েছে নাট্য কর্মশালা।

রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যালিফোর্নিয়ার আয়োজনে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মামুনুর রশীদ। আয়োজনে সহযোগিতা করেছে লস অ্যাঞ্জেলেস অ্যাকটিং একাডেমি। নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব। 

এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরকে নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তাঁর সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। গত ২৪ মার্চ ঈদ উপলক্ষে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির উদ্বোধনী পর্ব মঞ্চস্থ হয়েছিল। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটিতে মামুনুর রশীদের অভিনয় বেশ প্রশংসিত হয়।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাঁকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ফুসফুসের দু’পাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাঁকে নিবিড় পরিচর্যায় [আইসিইউ] নেন চিকিৎসকরা। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান তিনি। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেতা ও নাট্যকার। 

এদিকে সম্প্রতি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে মামুনুর রশীদের পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকের গল্প সম্পর্কে বলা হয়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে অভিনয়ও করছেন তিনি। এটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স য ক তর ষ ট র র গল প ন টকট

এছাড়াও পড়ুন:

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রাণীত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০ তম জন্মদিন শুক্রবার (১১ জুলাই)।

১৯৩৬ সালের এই দিনে ব্রাক্ষ্মণবাড়ীয়ার মৌরাইলে তিনি জন্মগ্রহণ করেন। আর সাহিত্যের ষোলকলা পূর্ণ করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অমরতার পথে হারিয়ে যান তিনি।

কবি আল মাহমুদের ৯০ তম জন্মদিন উপলক্ষে পৃথক আয়োজনে দিনটি পালন করবেন ভক্ত-অনুরাগীরা।

আরো পড়ুন:

এলিজার নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন

তরুণ লেখকদের নিয়ে চন্দ্রিমায় সাহিত্য আড্ডা

এদিন বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবিকে ঘিরে আলোচনা, স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালের কলস ও কালের ধ্বনি আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একই দিন সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ, ময়মনসিংহে আয়োজন করেছে ‌‘আমাদের আল মাহমুদ’ শীর্ষক সেমিনার।

বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে জুলাইতে বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। তবে দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। আর ১২ জুলাই, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে বিকেল ৪টায় কবিতা, স্মৃতিচারণ ও আড্ডার আয়োজন করা হয়েছে।

এদিকে, রাষ্ট্রীয়ভাবে কবির জন্মবার্ষিকী পালন না করায় ক্ষোভ জানিয়েছে কবিভক্তরা। তারা জানিয়েছেন, ‘বিগত স্বৈরাচারী সময়ে আল মাহমুদকে তুমুল অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে। জুলাই বিপ্লবে আল মাহমুদের অনেক কবিতা ছাত্র-জনতাকে দারুণভাবে উদ্বুব্ধ করেছে। তিনি বাংলা ভাষার ফসলি জমিনকে জাদুকরী দক্ষতায় উর্বর করে গেছেন। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের পাশাপাশি উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা। অবিলম্বে কবির লেখনি পাঠ্যপুস্তকে পুনর্বহালসহ কবির সাহিত্য গবেষণায় কবি আল মাহমুদ ইনিস্টিটিউট প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু
  • লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের `তুম্বা ও প্রতিবেশী'
  • নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষ্যে মতামত গ্রহণ সম্পন্ন
  • রূপগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ছড়াকার এনায়েত হোসেনকে স্মরণ
  • কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার
  • প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান