নারায়ণগঞ্জ শহরের যানজট নিনসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। 

এদিকে, যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের চেষ্টার পাশাপাশি সেনাবাহিনীর এই অংশগ্রহণ নগরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তাদের সুশৃঙ্খল উপস্থিতি এবং কার্যকর পদক্ষেপ যানজট পরিস্থিতি উন্নতি ঘটাবে বলে অনেকে মনে করছেন।

অনেকেই সেনাবাহিনীর এই অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে তারা প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি আরও কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য নজট ন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ