Narayanganj Times:
2025-11-08@12:30:18 GMT

চামড়া নিয়ে চালবাজী কেন ?

Published: 10th, June 2025 GMT

চামড়া নিয়ে চালবাজী কেন ?

ঈদুল আজহার পূর্বেই সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিল বাস্তবে সরকারের সেই সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে টেনারী মালিক সিন্ডেকেট গরীব অসহায় মানুষ ও মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রিদের পেটে লাথি মেরেছে!!

সরকারের সিদ্ধান্তকে অমান্য করে নির্ধারিত মূল্যের চার ভাগের একভাগ মূল্য ও তারা দেয়নি!! দুইশত তিনশত বড়জোর পাচঁশত টাকায় চামড়া কিনেছে বেপারীগন! টেনারীতে গিয়ে বেপারীদের কপালে হাত! যে মূল্যে তারা চামড়া কিনেছে সে মূল্যও টেনারী মালিকগন দেয়নি!!

ফলে বেপারীগন ও বিরাট লোকসানে পড়েছে! বিষয়টি ভাবতেও অবাক লাগে  সরকারের সিদ্ধান্তকে আবমাননা করে সরকার প্রদত্ত টেনারীতে ওরা কি ভাবে চালাচ্ছে?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছ দেশে আধো কোন সরকার নেই!! দেশটা এখন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী চালাচ্ছেন!! গোটি বিশ্ব যখন এগিয়ে যাচ্ছ তখন আমরা পিছিয়ে হবু গবুর যুগে ফিরে যাচ্ছি!! এটা জাতির চরম দূর্ভাগ্য!!
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সরক র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে মাস্টার্স, সিজিপিএ ২.৫০ লাগবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১৭তম ব্যাচে ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য

১. এটি সান্ধ্যকালীন প্রোগ্রাম।

২. এক বছরের প্রোগ্রাম, তিন সেমিস্টার।

৩. ক্লাস হবে শুক্রবার দিন।

আরও পড়ুনশিক্ষার্থীদের পড়াশোনা সহজ করতে গুগলের ৯ ফিচার১ ঘণ্টা আগে

ভর্তির যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই—

১. যেকোনো বিভাগে ন্যূনতম সিজিপিএ ২.৫০ পেতে হবে ৪.০০–এর মধ্যে।

২. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (৪ বা ৩ বছর বা সমমানের) থাকতে হবে।

৩. বিএসসি/বিকম/বিএসএসের (দুই বছর পাস) জন্য স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক (পূর্ব-প্রয়োজনীয় কোর্সগুলো প্রয়োজন)।

ভর্তি পরীক্ষার নম্বর ও সময়

১. এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা।

২. মৌলিক গণিত ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

আরও পড়ুনজার্মানিতে সামার স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন১০ ঘণ্টা আগে

ভর্তি পরীক্ষার বিস্তারিত

১. আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫ , সকাল ১১টা।

৩. ফলাফল প্রকাশের তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫ , বিকেল ৫টা।

৪. ভর্তির তারিখ: ৭-১৯ ডিসেম্বর ২০২৫।

৫. আবেদন ফি: ১০৫০ টাকা।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ