ঈদুল আজহার পূর্বেই সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিল বাস্তবে সরকারের সেই সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে টেনারী মালিক সিন্ডেকেট গরীব অসহায় মানুষ ও মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রিদের পেটে লাথি মেরেছে!!
সরকারের সিদ্ধান্তকে অমান্য করে নির্ধারিত মূল্যের চার ভাগের একভাগ মূল্য ও তারা দেয়নি!! দুইশত তিনশত বড়জোর পাচঁশত টাকায় চামড়া কিনেছে বেপারীগন! টেনারীতে গিয়ে বেপারীদের কপালে হাত! যে মূল্যে তারা চামড়া কিনেছে সে মূল্যও টেনারী মালিকগন দেয়নি!!
ফলে বেপারীগন ও বিরাট লোকসানে পড়েছে! বিষয়টি ভাবতেও অবাক লাগে সরকারের সিদ্ধান্তকে আবমাননা করে সরকার প্রদত্ত টেনারীতে ওরা কি ভাবে চালাচ্ছে?
অবস্থাদৃষ্টে মনে হচ্ছ দেশে আধো কোন সরকার নেই!! দেশটা এখন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী চালাচ্ছেন!! গোটি বিশ্ব যখন এগিয়ে যাচ্ছ তখন আমরা পিছিয়ে হবু গবুর যুগে ফিরে যাচ্ছি!! এটা জাতির চরম দূর্ভাগ্য!!
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
বিদেশী গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পাঠাতে নতুন নির্দেশনা
বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিল পাঠাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত নীতিমালার নিয়ম মেনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিজ্ঞাপন বিলের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। বিল পাঠাতে বিজ্ঞাপনের বৈধ চুক্তিপত্রের কপি, ইস্যুকৃত ইনভয়েসের কপি এবং আয়-ব্যয়ের বিবরণী (যেখানে প্রেরণযোগ্য অর্থ, কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ দেখানো হবে) এবং প্রযোজ্য ক্ষেত্রে সব ধরনের কর পরিশোধ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।
একইসঙ্গে বিজ্ঞাপন বিল প্রেরক কোনো ভুল বা অতিরিক্ত অর্থ প্রেরণ করলে তা চাহিদা অনুযায়ী অবিলম্বে দেশে ফেরত আনা হবে মর্মেও অঙ্গীকার দিতে হবে। প্রতিটি বিজ্ঞাপন সংস্থাকে বিল পাঠাতে ব্যাংকের একটি নির্দিষ্টি অথরাইজড ডিলার শাখা মনোনয়ন করতে হবে। প্রয়োজনে শাখা পরিবর্তন করতে পারবে।
আরো পড়ুন:
দেশে ১৪ দিনে এল ১১৪ কোটি ডলার রেমিট্যান্স
খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
বৈদেশি মুদ্রা পাঠাতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ধারা ৩(৪) অনুযায়ী কার্যক্রম পরিচালনা, কেওয়াইসি, মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিধিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে সময়মতো প্রতিবেদন দাখিল ও দলিল বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনার ফলে বিজ্ঞাপন সংস্থাগুলোর পক্ষে বৈদেশিক গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ব্যয় ও বিল মেটানোর ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করবে। একইসঙ্গে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এনএফ/মেহেদী