‘রিমান্ডের নামে কারাগার থেকে থানায় নিয়ে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে পুলিশ। বিএনপির রাজনীতি করি বলে এমন কোনো ধারা নেই যে ধারায় আমার বিরুদ্ধে মামলা হয়নি। কখনো কারাগারে বন্দি, কখনো আবার আদালত পাড়ায় ঘুরে কেটে গেছে ১৭ বছর। ৪৯টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার নামে। অথচ আমি একটি অপরাধও করিনি।’

কারাগারে কাটানোর নিদারুণ দিনগুলোর কথা এভাবে বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম সরকার। গাজীপুরের শ্রীপুর উপজেলার সি-গাল পার্কের মাঠে আয়োজিত কারা নির্যাতিত ১২৭ জন বিএনপির নেতাকর্মীর সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের চোখও এ সময় ছলছল করে ওঠে। শুধু আরিফুল ইসলামই নন, কারা নির্যাতিতদের মিলনমেলায় স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন অনেক নবীন ও প্রবীণ নেতাই। 

কারা নির্যাতিত জাতীয়তাবাদী ঐক্য ফোরাম নামে একটি সংগঠনের আয়োজনে শ্রীপুরের সি-গাল পার্কে শনিবার দুপুরে জড়ো হয়েছিলেন উপজেলার ১২৭ জন কারা নির্যাতিত নেতাকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.

এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মিথ্যা মামলায় আমাকেও দীর্ঘদিন কারাগারে কাটাতে হয়েছে। কারাগারে যে দিকে তাকিয়েছি শুধু আমাদের নেতাকর্মীই চোখে পড়েছে। দিনের পর দিন আমাদেরকে আটকে রাখা হয়েছে।

অশ্রুসজল চোখে তিনি বলেন, শুধু তাই নয়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে পাঠিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। বাড়িতে হামলা করেছে। পরিবারকে নির্যাতন করেছে।

সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম ব এনপ র ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ