ট্রাম্প প্রশাসনের সাথে একটি অভিযোগ নিষ্পত্তির জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। ইহুদি শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ নিস্পত্তির জন্য এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আগামী শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে চুক্তিটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ট্রাম্প ফেডারেল তহবিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া ৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দিয়েছিলেন। সেই চুক্তিটি পুনরায় সচল করার বিনিময়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগের জন্য ক্ষতিপূরণ দেবে এবং অন্যান্য ক্ষতিপূরণের মধ্যে ভর্তি এবং বিদেশী উপহার সম্পর্কে স্বচ্ছতাও বৃদ্ধি করবে। 

কলিম্বিয়া বিশ্ববিদ্যালয় কথিত নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ হিসাবে ২০ কোটি ডলার বা তার বেশি দিতে পারে। চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা গত রবিবার বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা হোয়াইট হাউস থেকে ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের নেতৃত্বে একটি দল পরিচালনা করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ভার্জিনিয়া ল্যাম আব্রামস এই চুক্তি সম্পর্কে বলেন, “বিশ্ববিদ্যালয় ফেডারেল সরকারের সাথে আলোচনা এগিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করছে। এই মুহূর্তে কোনো সমাধান হয়নি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য কলম ব

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ