নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় পুরোনো বন্দোবস্তের সঙ্গে আপস নয়
Published: 12th, July 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের এক বক্তব্যের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণ–অভ্যুত্থানের শক্তি, এই তরুণ প্রজন্ম কোনো নির্বাচনী ভাগ–বাঁটোয়ারায় বিশ্বাস করে না। কোনো নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় তারা পুরোনো বন্দোবস্তের সঙ্গে আপস করবে না।’
আজ শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় আয়োজিত দলের এক সমাবেশে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন।
প্রসঙ্গত, ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। এর জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় এখনো যদি না আসেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরোনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া ও দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখেন, জনগণ কীভাবে আপনাদের বিরুদ্ধে নামছে, আপনারা কি দেখছেন সেটা? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসমাজ কীভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ–দখলদারদের বিরুদ্ধে, আপনারা দেখে এখনই হুঁশিয়ার হোন।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা গণ–অভ্যুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমরা গণ–অভ্যুত্থান করেছিলাম এই মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজদের আমরা এখনো বিতাড়িত করতে পারিনি বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজ, দুর্নীতি ও মাফিয়া সিস্টেমকে পরিবর্তন করব অবশ্যই। এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই আমাদের সামনের দিকে এগোতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করি না, কোনো দলের বিপক্ষে বলি না। আমরা বলি পুরোনো বন্দোবস্তের বিপক্ষে। আমরা বলি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে।.
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে বাগেরহাটে আসেন এনসিপির নেতারা। বাগেরহাট শহরের এই সমাবেশ শনিবার বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও পথের বিলম্বের কারণে নেতারা সমাবেশস্থলে আসেন রাত আটটার দিকে। এরপর শুরু হয় সমাবেশ।
পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রসঙ্গ টেনে সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘খুনি হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, সোহাগের খুনিদেরও আমরা বাংলাদেশে স্থির হতে দেব না। আমরা সরকারের কাছে বলতে চাই, সংস্কার শুধু নীতিতে হলে হবে না। যাঁরা নীতি প্রয়োগ করেন—আমলা, সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—তাদেরও সংস্কার করতে হবে। এসব স্থানে এখনো আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। তাদের অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন।
‘সূর্যসন্তানদের দেখার জন্য এসেছি’তরুণদের রাজনৈতিক দলের এই সমাবেশে দলটির নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের অনেকেই এসেছিলেন। বিকেল থেকে সভাস্থলে অপেক্ষা করছিলেন বাগেরহাট শহরের দশানী এলাকার আমিনুর রহমান (৫১)। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি আসলে সেভাবে কোনো দল করি না। যারা হাসিনার ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই নেতৃত্বকে দেখার জন্যই এখানে বসে আছি। আমার মতো আরও অনেকেই এখানে এসেছেন।’
তিন বছরের মেয়েকে নিয়ে সমাবেশে এসেছিলেন তাহুরুন নেছা। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত বছর এই সময়ে আমার সন্তান ছিল খুব ছোট। বারবার রাস্তায় নামতে গিয়েও আটকে গেছি শুধু এটা ভেবে যে আমি কি আর ফিরতে পারব? আমার বাচ্চাটা কি আর খাবার পাবে? ঘরে বসে বসে শুধু কেঁদেছি। নিজের বাচ্চা বুকে নিয়ে অন্য সন্তান হারানো পিতা-মাতার কথা ভেবে।’ তিনি বলেন, ‘যে সূর্যসন্তানেরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন, নিজের চোখে তাঁদের একবার দেখার জন্য আজ এখানে এসেছি। আমার সন্তানকেও নিয়ে এসেছি তাদের দেখানোর জন্য।’
বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থী আবদুল গাফফার বলেন, ‘গত বছর আন্দোলনে গিয়ে বহু হুমকি পেয়েছি। রাস্তায় পুলিশ তাড়া করেছে। আর এই আন্দোলনের যাঁরা ডাক দিয়েছিলেন, তাঁরা আজ বাগেরহাটে এসেছেন। তাই তাঁদের কথা শুনতে এসেছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব গ রহ ট র জন ত ক এনস প র র জন য আম দ র আপন র সদস য ইসল ম
এছাড়াও পড়ুন:
সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। আজ শনিবার সকালে ঢাকার সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত 'বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভস' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রাণ, প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশা করি সকলের সহযোগিতায় দ্রুত বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব হবে।’
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, পরিবেশ যদি না বাঁচে আপনি যত বড় সম্পদশালী হোন না কেন বেঁচে থাকতে পারবেন না। এটার প্রভাব পড়বে আমাদের ওপর।
দখল দূষণের বিষয়ে তিনি বলেন, স্থানীয়ই নদী দখল এবং দূষণের সঙ্গে জড়িত।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।