দিনাজপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দুজন গ্রেপ্তার
Published: 12th, July 2025 GMT
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোর সন্দেহে বাবুল হোসেন (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেনের বাড়ি পৌর শহরের চুড়িপট্টি এলাকায়। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ বই বিক্রেতা ছিলেন। দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া এলাকার রাব্বী হোসেনের বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে রাব্বী ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ। এ সময় বিজয় কুমার নামে বাবুলের এক সহযোগীকেও মারধর করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত রাব্বীর শাশুড়ি রিনা পারভীন (৫২) ও মামা জিয়া মণ্ডলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর রাব্বী হোসেন ও তাঁর স্ত্রী মিম আক্তার পালিয়ে যান। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বাবুলের মা মমেনা খাতুন থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে মালেপাড়া এলাকার রাব্বী হোসেনের বাড়িতে টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে চোর সন্দেহে বাবুল হোসেনকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান রাব্বী। পরে সেখানে তাঁকে মারধর করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে রাত দুইটার দিকে বাবুলকে ছেড়ে দেওয়া হয়। পরে আজ সকাল নয়টার দিকে রাব্বী আবার বাবুল হোসেন ও তাঁর সহযোগী বিজয় কুমারকে ডেকে নিয়ে যান। পরে বাড়ির সাত থেকে আটজন মিলে চেলা কাঠ ও বিদ্যুতের তার দিয়ে মারধর করেন। এতে বাবুল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা একটার দিকে খবর পেয়ে বাবুল হোসেনের খালা পারুল বেগম বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে বলে চলে যায়।
বাবুলের সহযোগী বিজয় কুমার বলেন, আজ বিকেল চারটার দিকে বাবুল হোসেন পানি পান করতে চান। তখন রাব্বীর লোকজন বাবুলকে পানি দেন। পানি পান করার পরই বাবুল হোসেন মারা যান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে বলেন, থানার এসআই অশ্বিনী কুমার বর্মণ ঘটনাস্থল থেকে আহত বাবুলকে উদ্ধার না করে সেখানে রেখে এসে ঠিক করেননি। এ কাজে তিনি দায়িত্বে গাফিলতি করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।